গত মাসে বড়সড় ব্যবধানে নিফটিকেও ছাপিয়ে গিয়েছে পিএমএস ফান্ড! দেখে নিন রিপোর্ট
Last Updated:
পিএমএস ফান্ডও (PMS Funds) দিয়েছে ১৭.৪৩ শতাংশ পর্যন্ত রিটার্ন।
গত জুলাই মাসে দারুণ উর্ধ্বগতি দেখা গিয়েছে নিফটি সূচকে। যার ফলে ভারতের সবথেকে ধনী বিনিয়োগকারীরা তার আগের মাস অর্থাৎ জুনের তুলনায় দ্বিগুণ লাভ করেছেন। আবার যেহেতু এই সূচক ৮.৭৩ শতাংশ রিটার্ন দিয়েছে, তার ফলে পিএমএস ফান্ডও (PMS Funds) দিয়েছে ১৭.৪৩ শতাংশ পর্যন্ত রিটার্ন।
পিএমএসবাজার (PMSbazaar)-এর সাম্প্রতিক তথ্য বলছে, লেক ওয়াটার অ্যাডভাইসরস (Lake Water Advisors)-এর মাল্টিক্যাপ ফান্ড ছিল গত মাসের সেরা পারফর্মার। এর পরবর্তী স্থানেই রয়েছে হেম সিকিউরিটিজ (Hem Securities)-এর ইন্ডিয়া রাইজিং এসএমই স্টারস ফান্ড (India Rising SME Stars fund), যা মূলত স্মল ক্যাপের উপরই কাজ করে। আর গত মাসে এই ফান্ডই ১৭ শতাংশের রিটার্ন দিয়েছে। আর এর ঠিক পরের দুটি স্থানেই রয়েছে যথাক্রমে পূর্ণার্থ ইনভেস্টমেন্ট অ্যাডভাইজরস (Purnartha Investment Advisers) এবং ইউনিক অ্যাসেট ম্যানেজমেন্ট (Unique Asset Management)।
advertisement
তারকা ফান্ড ম্যানেজারের মধ্যে অন্যতম সৌরভ মুখোপাধ্যায় (Saurabh Mukherjea) চালিত মার্সেলাস (Marcellus)-এর জনপ্রিয় মাল্টিক্যাপ কনসিস্টেন্ট কম্পাউন্ডার্স ফান্ডের একটি দুর্দান্ত প্রত্যাবর্তন দেখা গিয়েছে। এটি রিটার্ন দিয়েছে প্রায় ১৪.৪ শতাংশ। এ-ছাড়াও তাঁর কিংস অফ ক্যাপিটাল ফান্ড (Kings of Capital Fund) দিয়েছে ১৩.৫ শতাংশ রিটার্ন। আর ১০.৯৬ শতাংশ দিয়েছে রাইজিং জায়ান্টস (Rising Giants)।
advertisement
advertisement
এএসকে ইনভেস্টমেন্ট ম্যানেজারস (ASK Investment Managers)-এর চারটি ফান্ডও দিয়েছে দুই অঙ্কের রিটার্ন। এই চারটি ফান্ডের মধ্যে রয়েছে - ফিনান্সিয়াল অপরচ্যুনিটিজ (Financial Opportunities), ইন্ডিয়া সিলেক্ট পোর্টফোলিও (India Select Portfolio), ইন্ডিয়ান অন্ত্রেপ্রেনরশিপ (Indian Entrepreneurship) এবং গ্রোথ পোর্টফোলিও (Growth Portfolio)। এই চার ফান্ডের রিটার্নের পরিমাণ ছিল ১২.৬৪ শতাংশ থেকে ১৬.১৬ শতাংশের মধ্যে।
অ্যালকেমি (Alchemy)-র হাই গ্রোথ ফান্ড (High Growth fund)-এর পারফরমেন্সও নিফটি-কে ছাড়িয়ে গিয়েছে। এটি দিয়েছে ১০.৮২ শতাংশ রিটার্ন। অতুল সুরির (Atul Suri) ম্যারাথন ট্রেন্ডস মাল্টিক্যাপ ফান্ড (Marathon Trends multicap fund)-এর ক্ষেত্রেও এই ধরনের দারুণ পারফরমেন্সও দেখা গিয়েছে। যা রিটার্ন দিয়েছে প্রায় ১০.৫৭ শতাংশ।
advertisement
সুনীল সিংঘানিয়ার (Sunil Singhania) অ্যাবাক্কাস ইমার্জিং অপরচ্যুনিটিজ ফান্ড (Abakkus Emerging Opportunities fund)-এ মূলত রয়েছে স্মলক্যাপ এবং মিডক্যাপ ফান্ড। আর এটি দিয়েছে প্রায় ১০.৩০ শতাংশ রিটার্ন। সেখানে প্রশান্ত খেমকা (Prashant Khemka)-র নেতৃত্বাধীন হোয়াইট ওক ক্যাপিটাল (White Oak Capital) এবং সমীর অরোরা (Samir Arora) চালিত হেলিওস ক্যাপিটাল (Helios Capital) দিয়েছে প্রায় ১০ শতাংশ রিটার্ন।
advertisement
দেবিনা মেহরা (Devina Mehra)-র নেতৃত্বাধীন ফার্স্ট গ্লোবাল ইন্ডিয়া সুপার ৫০ মাল্টিক্যাপ ফান্ড (First Global's India Super 50 multicap fund) দিয়েছে ৭.৬৭ শতাংশ রিটার্ন। আর মাল্টি অ্যাসেট ফান্ড (Multi-Asset Fund) প্রায় ৫.৮৪ শতাংশ রিটার্ন দিয়েছে।
আবার গত জুলাই মাসে বিএসই ৫০০ (BSE 500) ৯.৫ শতাংশ রিটার্ন দিয়েছে, সেখানে নিফটি মিডক্যার ১০০ (Nifty Midcap 100) দিয়েছে ১২ শতাংশ রিটার্ন। আর বিএসই স্মলক্যাপ (BSE Smallcap) বিনিয়োগকারীদের দিয়েছে ৯.১৬ শতাংশ রিটার্ন।
advertisement
যদি গত এক বছরের মেয়াদের হিসেব ধরা হয়, তা-হলে দেখা যাবে যে, কাউন্টার সাইক্লিক্যাল ইনভেস্টমেন্ট (Counter Cyclical Investment)-এর ফান্ড এই তালিকায় শীর্ষে স্থান করে নিয়েছে। স্মলক্যাপ এবং মিডক্যাপের উপর বাজি রাখা এই ফান্ড দিয়েছে প্রায় ৩৪.১৫ শতাংশ রিটার্ন। আর সেই তালিকায় এর পরেই রয়েছে রাইট হরাইজনস (Right Horizons)। যা ২৭.৯ শতাংশ রিটার্ন দিয়েছে। আর তৃতীয় স্থানে রয়েছে ২১.৪৪ শতাংশ রিটার্ন প্রদানকারী মলিকিউল ভেনচারস (Molecule Ventures)।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 12, 2022 9:29 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
গত মাসে বড়সড় ব্যবধানে নিফটিকেও ছাপিয়ে গিয়েছে পিএমএস ফান্ড! দেখে নিন রিপোর্ট