Petrol diesel Price: ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত হল দেখে নিন
- Published by:Ankita Tripathi
Last Updated:
বিশ্বের বাজারে লাগাতার বেড়েই চলেছে অশোধিত তেলের দামে৷ গত ২৪ ঘন্টায় ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ৮৫ ডলারে পৌঁছে গিয়েছে৷ তাই দেশের বাজারে তেলের দামে খানিকটা বদল আনল দেশের সরকারি তেল সংস্থাগুলি
নয়াদিল্লি: বিশ্বের বাজারে লাগাতার বেড়েই চলেছে অশোধিত তেলের দাম৷ গত ২৪ ঘন্টায় ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ৮৫ ডলারে পৌঁছে গিয়েছে৷ তাই ভারতের বাজারে তেলের দামে খানিকটা বদল আনল দেশের সরকারি তেল সংস্থাগুলি৷ আজ দেশের কিছু শহরে বদলেছে তেলের দাম৷ তবে দেশের চার প্রধান শহরে অর্থাৎ দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাইতে তেলের দামে কোনও বদল আনেনি সরকরি তেল সংস্থাগুলি৷
সরকারী তেল সংস্থাগুলির জারি করা নতুন দাম অনুযায়ী, সোমবার উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধনগর জেলায় (নয়ডা-গ্রেটার নয়ডা) পেট্রোল ২৭ পয়সা কমে প্রতি লিটারে ৯৬.৬৫ টাকাতে পৌঁছেছে এবং ডিজেল ২৬ পয়সা কমে ৮৯.৮২ টাকা লিটারে পৌঁছেছে। গাজিয়াবাদেও বদল এসেছে জ্বালানি তেলের দামে৷ এখানে পেট্রোল ৩২ পয়সা বেড়েছে এবং প্রতি লিটার ৯৬.৫৮ টাকা হয়েছে, সঙ্গে ডিজেল ৩০ পয়সা বেড়ে ৮৯.৭৫ টাকা প্রতি লিটারে বিক্রি হচ্ছে। বিহারের রাজধানী পাটনায় আজ পেট্রোলের দাম ৮৮ পয়সা কমে ১০৭.২৪ টাকায় বিক্রি হচ্ছে, এবং ডিজেলের দাম ৮২ পয়সা কমে হয়েছে ৯৪.০৪ টাকা প্রতি লিটার৷
advertisement
advertisement
এক নজরে দেখে নেওয়া যাক চার মহানগরীতে পেট্রোল ডিজেলের দাম
দিল্লি- পেট্রোল ৯৬.৬৫ টাকা ডিজেল ৮৯.৮২ টাকা
মুম্বাই- পেট্রোল ১০৬.৩১ টাকা ডিজেল ৯৪.২৭ টাকা
চেন্নাই -পেট্রোল ১০২.৬৩ টাকা ডিজেল ৯৪.২৪ টাকা
কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা ডিজেল ৯২.৭৬ টাকা
advertisement
দেশের অন্যান্য শহরে আজ তেলের দাম
নয়ডা- পেট্রোল ৯৬.৬৫ টাকা ডিজেল ৮৯.৮২ টাকা
গাজিয়াবাদ- পেট্রোল ৯৬.৫৮ টাকা ডিজেল ৮৯.৭৫টাকা
পটনা-পেট্রোল ১০৭.২৪ টাকা ডিজেল ৯৪.০৪ টাকা
বিশ্বের বাজারে ক্রমশ বাড়তে থাকা তেলের দামে চিন্তার ভাঁজ পড়ছে আম জনতার কপালে ৷ যদিও কলকাতা সহ চার প্রধান শহরে তেলের দাম বেশ কিছুদিন ধরেই স্থিতিশীল পর্যায়ে আছে৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 16, 2023 3:05 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol diesel Price: ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত হল দেখে নিন