Bank New Rules: পাসবুক অতীত, এখন দেখাতে হবে মুখ-চোখ! ব্যাঙ্ক থেকে টাকা তোলার জন্য আসছে নতুন নিয়ম

Last Updated:

Bank New Rules: ব্যাঙ্কিং জালিয়াতি এবং কর ফাঁকি কমানোর লক্ষ্যে ভারত সরকার ব্যাঙ্কগুলিকে কঠোর নিয়মগুলি কার্যকর করার অনুমতি দিয়েছে।

ব্যাঙ্ক। প্রতীকী ছবি
ব্যাঙ্ক। প্রতীকী ছবি
নয়া দিল্লি: আপনি যদি ক্রমাগত ব্যাঙ্কে যান এবং ব্যাঙ্কিং লেনদেন করেন, তাহলে আগামী দিনে আপনাকে মুখ ও চোখের মাধ্যমে আপনার পরিচয় প্রমাণ করতে হবে। ব্যাঙ্কিং জালিয়াতি এবং কর ফাঁকি কমানোর লক্ষ্যে ভারত সরকার ব্যাঙ্কগুলিকে এই কঠোর নিয়মগুলি কার্যকর করার অনুমতি দিয়েছে।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, কেন্দ্রীয় সরকার ব্যাঙ্কগুলিকে মুখের মাধ্যমে শনাক্তকরণ এবং কিছু ক্ষেত্রে চোখের আইরিস স্ক্যান ব্যবহার করে একটি নির্দিষ্ট বার্ষিক সীমার উপরে ব্যক্তিগত লেনদেন যাচাই করার অনুমতি দিচ্ছে।
advertisement
কিছু বড় বেসরকারি এবং সরকারি খাতের ব্যাঙ্কগুলি এই অপশনটি ব্যবহার করা শুরু করেছে। জানা গিয়েছে, যদিও এই যাচাইকরণ বাধ্যতামূলক নয়। তবে যে সমস্ত ক্ষেত্রে সরকারি পরিচয়পত্র, প্যান কার্ড, ট্যাক্স সংক্রান্ত বিষয়ে ব্যাঙ্কগুলিকে জমা দেওয়া হয়নি, সেই ক্ষেত্রে এটি প্রয়োজনীয় হবে। গ্রাহকদের মুখের শনাক্তকরণ পদ্ধতি ব্যবহার করার জন্য ব্যাঙ্কগুলির এই পদক্ষেপ নিয়ে বিশেষজ্ঞরা বেশ কিছু প্রশ্ন তুলেছেন।
advertisement
অ্যাডভোকেট এবং সাইবার আইন বিশেষজ্ঞ পবন দুগ্গাল লাইভ মিন্টকে জানিয়েছেন, "ভারতে গোপনীয়তা, সাইবার নিরাপত্তা এবং মুখের শনাক্তকরণের জন্য সম্পর্কিত একটি শক্তিশালী আইনের অভাব রয়েছে। ফলে এই নিয়ম নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে।" তবে কেন্দ্রীয় সরকার জানিয়েছে ২০২৩ সালের শুরুতেই সংসদ থেকে নতুন গোপনীয়তা আইনের অনুমোদন পাবে।
advertisement
নাম প্রকাশ না করার শর্তে দুজন সরকারি অফিসার জানিয়েছেন, নতুন এই নিয়মে আর্থিক বছরে ২০ লাখ টাকার বেশি জমা এবং টাকা তোলার ব্যক্তিদের পরিচয় যাচাই করতে ব্যবহার করা হতে পারে। তবে সরকার থেকে এ নিয়মের বিষয়ে বিশদে কিছু বলা হয়নি।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank New Rules: পাসবুক অতীত, এখন দেখাতে হবে মুখ-চোখ! ব্যাঙ্ক থেকে টাকা তোলার জন্য আসছে নতুন নিয়ম
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement