নয়াদিল্লি: সপ্তাহের শুরুতেই ঊর্ধ্বমুখী বিশ্বের বাজারে অশোধিত তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দাম আজ বেড়ে ব্যারেল প্রতি ৮৫.৫২ ডলার হয়েছে। ডব্লিউবিটিআইয়ের দামও আজ সামান্য বেড়ে হয়েছে ব্যারেল প্রতি ৭৯.৪১ ডলার। জ্বালানি তেলের ক্ষেত্রে ভারতে মূলত বিদেশ থেকে আমদানির উপর নির্ভরশীল, ফলত বিশ্বের বাজারে অশোধিত তেলের দামের ওঠানামার প্রভাব দেখা যায় দেশের বাজারেও। দেশের বেশ কিছু রাজ্যের বেশ কিছু শহরে আজ খানিকটা বদলেছে পেট্রোল ডিজেলের দাম৷
তবে দেশের প্রধান চার শহরে, অর্থাৎ দিল্লি, কলকাতা, মুম্বাই এবং চেন্নাইতে আজও অপরিবর্তিত পেট্রোল ডিজেলের দাম৷
দিল্লি- পেট্রোল ৯৬.৬৫ টাকা ডিজেল ৮৯.৮২ টাকা
মুম্বাই- পেট্রোল ১০৬.৩১ টাকা ডিজেল ৯৪.২৭ টাকা
চেন্নাই -পেট্রোল ১০২.৬৩ টাকা ডিজেল ৯৪.২৪ টাকা
কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা ডিজেল ৯২.৭৬ টাকা
আরও পড়ুন: কম বিনিয়োগে বাড়ি থেকেই শুরু করুন এই ব্যবসা, প্রথম দিন থেকেই হবে মোটা টাকা আয়
জয়পুর- পেট্রোল ১০৮.৪৮ টাকা ডিজেল ৯৩.৭২ টাকা
নয়ডা- পেট্রোল ৯৭.০০ টাকা ডিজেল ৯০.১৪ টাকা
আরও পড়ুন: বিনামূল্যে রেশন বন্ধ! গ্রহীতারা ভুল করলে ভুগতে গোটা পরিবারকে, এখনই শুধরে নিন
লখনউ- পেট্রোল ৯৬.৪৭ টাকা ডিজেল ৮৯.৬৬ টাকা
পটনা -পেট্রোল ১০৭.২৪ টাকা ডিজেল ৯৪.৩২ টাকা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।