নয়াদিল্লি: বিশ্বের বাজারে আজ আরও খানিকটা কমল অশোধিত তেলের দাম৷ ব্রেন্ট ক্রুডের দাম সামান্য কমে আজ হয়েছে ব্যারেল প্রতি ৭৫.১৯ ডলার হয়েছে৷ ডব্লিউটিআইয়ের দাম আজ যাচ্ছে ব্যারেল প্রতি ৭১.৫২ ডলার৷ দেশের সরকারি তেল সংস্থাগুলির জারি করা নতুন দাম অনুযায়ী দেশের বেশ কিছু শহরে বদলেছে জ্বালানি তেলের দাম৷
দিল্লি- পেট্রোল ৯৬.৭২ টাকা, ডিজেল ৮৯.৬২
মুম্বই- পেট্রোল ১০৬.৩১ টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা
চেন্নাই- পেট্রোল ১০২.৭৩ টাকা, ডিজেল ৯৪.৩৩ টাকা
কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা
নয়ডা- পেট্রোল ৯৬.৯২ টাকা, ডিজেল ৯০.০৮ টাকা
গাজিয়াবাদ- পেট্রোল ৯৬.২৬ টাকা, ডিজেল ৮৯.৪৫ টাকা
আরও পড়ুন: বেগুনের এতো গুণ! লাখ লাখ টাকায় ভরবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জানুন কীভাবে
লখনউ- পেট্রোল ৯৬.৪৩ টাকা, ডিজেল ৮৯.৬৩ টাকা
পটনা- পেট্রোল ১০৭.৫৯ টাকা, ডিজেল ৯৪.৩৬ টাকা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।