নয়াদিল্লি: সপ্তাহের শুরুতেই বেশ কিছু রাজ্যে কমল পেট্রোল ডিজেলের দাম। যদিও বিশ্বের বাজারে অশোধিত তেলের দামে বিশেষ কোনও বদল আসেনি। আজ ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৮৬.৩৭ ডলার হয়েছে। ডব্লিউটিআইয়ের দামও আজ সামান্য কমে হয়েছে ৮২.৫৭ ডলার৷ অবশ্য অন্যান্য রাজ্যে দাম বদলালেও এ রাজ্যে তেলের দামে কোনও বদল আসেনি৷
তবে, চার মহানগরীতে অর্থাৎ দিল্লি, কলকাতা, মুম্বই এবং চেন্নাইতে আজও মোটামুটি ভাবে অপরিবর্তিত জ্বালানি তেলের দাম৷
দিল্লি- পেট্রোল ৯৬.৬৫ টাকা, ডিজেল ৮৯.৮২ টাকা
মুম্বই- পেট্রোল ১০৬.৩১ টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা
কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা
চেন্নাই- পেট্রোল ১০২.৬৩ টাকা, ডিজেল ৯৪.২৪ টাকা
জয়পুর- পেট্রোল ১০৮.১৬ টাকা, ডিজেল ৯৩.৪৩ টাকা
নয়ডা- পেট্রোল ৯৬.৭৬ টাকা, ডিজেল ৮৯.৯৩ টাকা
আরও পড়ুন: এই নিয়ম না মানলে আপনার বাড়ি হয়ে যেতে পারে ভাড়াটের! কোর্ট কাছারি করেও কোনও লাভ হবে না
গুরুগ্রাম- পেট্রোল ৯৬.৬৬ টাকা, ডিজেল ৮৯.৫৪ টাকা
পটনা- পেট্রোল ১০৭.২৪ টাকা, ডিজেল ৯৪.০৪ টাকা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।