নয়াদিল্লি: অবশেষে খানিকটা আশার আলো পেট্রোল ডিজেলের দামে৷ বিশ্বের বাজারে সামান্য কমেছে অশোধিত তেলের দাম৷ তবে, ব্রেন্ট ক্রুডের দাম অবশ্য স্থিতিশীল৷ গতকালের মতো আজও ব্রেন্ট ক্রুডের দাম যাচ্ছে ৮৫.৮৭ ডলার প্রতি ব্যারেল৷ আজ উত্তর প্রদেশ থেকে শুরু করে বিহার-সহ বেশ কিছু রাজ্যে আজ খানিকটা বদলেছে পেট্রোল ডিজেলের দাম৷ ডাব্লিউটিআইয়ের আজ দাম যাচ্ছে ৭৮.৬৩ ডলার প্রতি ব্যারেল৷
বিশ্বের বাজারে তেলের দামে এই ওঠানামার প্রভাব অবশ্য সেভাবে দেখা যাচ্ছে না দেশের বাজারে৷ দিল্লি, কলকাতা, মুম্বাই এবং চেন্নাইতে অর্থাৎ দেশের প্রধান চার শহরে আজও মোটামুটি স্থিতিশীল পেট্রোল ডিজেলের দাম৷
দিল্লি- পেট্রোল ৯৬.৬৫ টাকা ডিজেল ৮৯.৮২ টাকা
মুম্বাই- পেট্রোল ১০৬.৩১ টাকা ডিজেল ৯৪.২৭ টাকা
চেন্নাই -পেট্রোল ১০২.৬৩ টাকা ডিজেল ৯৪.২৪ টাকা
কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা ডিজেল ৯২.৭৬ টাকা
আরও পড়ুন: লাভ হবে আপনারও; এক নজরে দেখে নিন পিএম প্রণাম স্কিমের সমস্ত খুঁটিনাটি!
সরকারি তেল সংস্থাগুলির মতে, উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর জেলায় (নয়ডা-গ্রেটার নয়ডা) পেট্রোলের দাম আজ সকালে ১৬ পয়সা কমে হয়েছে প্রতি লিটার ৮৯.৭৭ টাকা, এবং ডিজেলও ১৬ পয়সা কমে প্রতি লিটার ৮৯.৯৬ টাকায় বিক্রি হচ্ছে। উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে পেট্রোলের দাম ২৪ পয়সা কমে ৯৬.৩৩ টাকা প্রতি লিটার হয়েছে, এবং ডিজেলের দাম ২৩ পয়সা কমে হয়েছে ৮৯.৫৩ টাকা। অন্যদিকে বিহারের রাজধানী পাটনায় পেট্রোল ২৩ পয়সা কমে প্রতি লিটার যাচ্ছে ১০৭.২৪ টাকায় বিক্রি হচ্ছে, যেখানে ডিজেল ২১ পয়সা কমে ৯৪.০৪ টাকা লিটারে পৌঁছেছে।
নয়়ডা- পেট্রোল ৯৬.৬০ টাকা ডিজেল ৮৯.৭৬ টাকা
লখনউ-পেট্রোল ৯৬.৩৩ টাকা ডিজেল ৮৯.৫৩ টাকা
গুরুগ্রাম- পেট্রোল ৯৬.৮৯ টাকা ডিজেল ৮৯.৭৫ টাকা
গাজিয়াবাদ-পেট্রোল ৯৬.২৬ টাকা ডিজেল ৮৯.৪৫ টাকা
আরও পড়ুন: শুরুতেই সুপার হিট এলআইসি-র এই স্কিম, ১৫ দিনে বিক্রি ৫০ হাজার, আপনি নিয়েছেন?
দেশের বিভিন্ন শহরে পেট্রোল ডিজেলের দাম বিভিন্ন হওয়ার মূল কারণ হল ট্যাক্স৷ প্রতিটি রাজ্যে সরকার আলাদা আলাদা রেটে ট্যাক্স আদায় করে, তাই বদলে যায় ট্যাক্সের দাম৷ তাছাড়া শহরগুলির নিজস্ব ট্যাক্স ব্যবস্থাও রয়েছে, যাকে লোকাল বডি ট্যাক্স বলা হয়৷ এই লোকাল ট্যাক্সের প্রভাবেও বদলে যায় পেট্রোল ডিজেলের দাম৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।