নয়াদিল্লি: বিশ্বের বাজারে আজ খানিকটা কমল অশোধিত তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১ ডলার কমে ব্যারেল প্রতি ৭৫.৩৬ ডলার হয়েছে। ডব্লিউটিআইয়ের দাম আজ হয়েছে ব্যারেল প্রতি ৭১.৩০ ডলার৷ বিশ্বের বাজারে অশোধিত তেলের দামে বদলের প্রভাব পড়ে দেশের বাজারেও। ফলে দেশের বেশ কিছু শহরে বদলেছে জ্বালানি তেলের দাম। তবে বিশ্বের বাজারে কমলেও দেশের বেশ কিছু শহরে আজ উর্ধ্বমুখী পেট্রোল ডিজেলের দাম।
তবে, তেলের দামে এই হেরফেরের প্রভাব পড়েনি চার মহানগরীতে৷ কলকাতা, দিল্লি, মুম্বই এবং চেন্নাইতে আজও স্থিতিশীল জ্বালানি তেলের দাম৷
দিল্লি- পেট্রোল ৯৬.৬৫ টাকা, ডিজেল ৮৯.৬২
মুম্বই- পেট্রোল ১০৬.৩১ টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা
চেন্নাই- পেট্রোল ১০২.৬৩ টাকা, ডিজেল ৯৪.২৪ টাকা
কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা
নয়ডা- পেট্রোল ৯৬.৯২ টাকা, ডিজেল ৯০.০৮ টাকা
গাজিয়াবাদ- পেট্রোল ৯৬.৫৮ টাকা, ডিজেল ৮৯.৭৫ টাকা
আরও পড়ুন: কাশ্মীরে হিমাচলে নয়, এই আপেল হয়েছে আরামবাগে! কীভাবে সম্ভব হল? জানুন
লখনউ- পেট্রোল ৯৬.৫৭ টাকা, ডিজেল ৮৯.৭৬ টাকা
গুরুগ্রাম- পেট্রোল ৯৬.৮৪ টাকা, ডিজেল ৮৯.৭২ টাকা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।