Hooghly News: কাশ্মীরে হিমাচলে নয়, এই আপেল হয়েছে আরামবাগে! কীভাবে সম্ভব হল? জানুন
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:SUVOJIT GHOSH
Last Updated:
আরামবাগ বিডিও-র প্রশংসনীয় উদ্যোগ,হিমাচলের ঠান্ডা আবহাওয়ায় নয়, আরামবাগের গরম পরিবেশেই ফলছে সবুজ আপেল
আরামবাগ: আরামবাগের গরম পরিবেশে হিমাচল প্রদেশের ঠান্ডা আপেল ফলিয়ে তাক লাগিয়ে দিলেন আরামবাগ বিডিও কৌশিক বন্দ্যোপাধ্যায়। তাঁরই উদ্যোগে হুগলির আরামবাগের মলয়পুর-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চকবেশিয়া গ্রামে বিঘে খানেক জমিতে ফলছে সবুজ আপেল।
বছর দেড়েক আগে স্থানীয় মসজিদ কমিটির জায়গায় ১৫২ টি চারা লাগানো হয়েছিল। বর্তমানে প্রায় ১৩০টি গাছ বেঁচে রয়েছে। আর সেগুলিতেই ফলতে শুরু করেছে আপেল। আর এই ঘটনায় অত্যন্ত আশাবাদী বিডিও সাহেব। তাঁর আশা, পরীক্ষামূলকভাবে এই চাষ সফল হওয়ায় আগামী দিনে বাণিজ্যিকভাবে অনেকেই এই চাষে উৎসাহিত হবেন।
advertisement
স্থানীয় পঞ্চায়েত প্রধান শাহ মহম্মদ রফিক বলেন, এই প্রকল্প সফলভাবে রূপায়ণ সম্ভব হওয়ায় তাঁরা খুবই খুশি। এই চাষের সঙ্গে সব সময় জড়িয়ে রয়েছেন শেখ মহম্মদ আজহারউদ্দিন, সাইফুল মল্লিকরা। তাঁরা জানালেন, ভালভাবে চাষের জন্য এখনই বাগানের চারদিকে প্রাচীর এবং একটা শেডের প্রয়োজন।
advertisement
এই বিষয়ে বিডিও জানান, ১০০ দিনের কাজের মধ্য দিয়ে আপেল চাষের সিদ্ধান্ত নেওয়া হয়। আস্তে আস্তে পঞ্চায়েত প্রধান সহ ১০০ দিনের কাজের শ্রমিকদের দিয়ে ছোট ছোট চারা গাছ লাগানো হয় এবং সেখানে দুজনকে এই গাছের সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়। এরপরে তীব্র গরমের মধ্য দিয়েও ভাল রকম আপেল গাছে ধরতে দেখা যাচ্ছে। তিনি মনে করেন এই আপেল চাষ করে এলাকার চাষিরা ব্যাপক লাভের মুখ দেখলে বলে জানিয়েছেন।
advertisement
Suvojit Ghosh
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 11, 2023 11:45 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Hooghly News: কাশ্মীরে হিমাচলে নয়, এই আপেল হয়েছে আরামবাগে! কীভাবে সম্ভব হল? জানুন