নয়াদিল্লি: আজ বিশ্বের বাজারে সামান্য কমলো অশোধিত তেলের দাম৷ ৷ ব্রেন্ট ক্রুডের দাম ১ ডলার কমে ব্যারেল প্রতি ৮২.৭৮ ডলারের আশপাশে পৌঁছে গিয়েছে৷ ডাব্লিউটিআইয়ের দামেও এসেছে বদল৷ আজ ডাব্লিউটিআইয়ের দামও ১ ডলার কমে হয়েছে ৭৬.১৬ ডলার প্রতি ব্যারেল৷
আর অশোধিত তেলের দামের ওঠানামার প্রভাবে খানিকটা বদল আসবে দেশের বাজারে জ্বালানি তেলের দামেও ৷ কারণ ভারত মূলত পেট্রোল এবং ডিজেলের জন্য অপরিশোধিত তেল আমদানির উপর নির্ভরশীল। তাই অপরিশোধিত দাম দেশের বাজারে পেট্রোল এবং ডিজেলের দামকে প্রভাবিত করে৷
তবে দিল্লি, কলকাতা, মুম্বাই এবং চেন্নাইতে অর্থাৎ দেশের প্রধান চার শহরে আজও মোটামুটি স্থিতিশীল পেট্রোল ডিজেলের দাম৷
দিল্লি- পেট্রোল ৯৬.৬৫ টাকা ডিজেল ৮৯.৮২ টাকা
মুম্বাই- পেট্রোল ১০৬.৩১ টাকা ডিজেল ৯৪.২৭ টাকা
চেন্নাই -পেট্রোল ১০২.৬৩ টাকা ডিজেল ৯৪.২৪ টাকা
কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা ডিজেল ৯২.৭৬ টাকা
আরও পড়ুন: মাত্র ১১ দিন বাকি! বিরাট সুযোগ সরকারি-বেসরকারি কর্মীদের, মোটা পেনশন EPFO-তে
আরও পড়ুন: ফের বাড়ল তেলের দাম! কলকাতায় পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন এল কিনা জানুন
নয়ডা- পেট্রোল ৯৬.৯৯ টাকা ডিজেল ৯০.১৬ টাকা
পটনা -পেট্রোল ১০৭.৫৪ টাকা ডিজেল ৯০.০৪ টাকা
গুরুগ্রাম- পেট্রোল ৯৬.৯৯ টাকা ডিজেল ৮৯.৮৬ টাকা
লখনউ- পেট্রোল ৯৬.৫৭ টাকা ডিজেল ৮৯.৬৭ টাকা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।