দিওয়ালিতে ফের দাম বাড়বে LPG সিলিন্ডারের! জুলাই থেকে এখনও পর্যন্ত ৯০ টাকা বেড়েছে গ্যাসের দাম
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
কেন বাড়ানো হবে এলপিজি সিলিন্ডারের দাম ?
#নয়াদিল্লি: পেট্রোল ও ডিজেলের লাগাতার দাম বৃদ্ধির কারনে নাজেহাল অবস্থা সাধারন মানুষের ৷ এবার কোপ মধ্যবিত্তের হেঁশেলে৷ আবার দিওয়ালির আগে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম (LPG Cylinder Prices) বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে ৷ সূত্রের খবর অনুযায়ী, নভেম্বরের প্রথম সপ্তাহে রান্নার গ্যাসের দাম (LPG Price hike) বাড়ানো হতে পারে ৷ ৬ অক্টোবর ২০২১, ১৪ কিলোর বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১৫ টাকা বাড়ানো হয়েছিল ৷ জুলাই ২০২১ থেকে এখনও পর্যন্ত এলপিজি সিলিন্ডারের দাম প্রায় ৯০ টাকা বাড়ানো হয়েছে ৷
কেন বাড়ানো হবে এলপিজি সিলিন্ডারের দাম ?
দামের থেকে কম টাকায় এলপিজি সিলিন্ডার বিক্রি করার জেরে যে লোকসান হচ্ছে তা প্রায় প্রতি সিলিন্ডারে ১০০ টাকা হয়ে গিয়েছে ৷ এর জেরে সিলিন্ডারের দাম বৃদ্ধি করা যেতে পারে ৷ রান্নার গ্যাসের দাম সরকারের অনুমতি পাওয়ার পরই বাড়ানো হবে ৷
advertisement
advertisement
কী দামে পাওয়া যাচ্ছে এলপিজি সিলিন্ডার ?
ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৮৫.৪২ ডলার প্রতি ব্যারেলে পৌঁছে গিয়েছে ৷ সৌদি আরবে এলপিজির দাম চলতি মাসে ৬০ শতাংশ বেড়ে ৮০০ ডলার প্রতি টন হয়ে গিয়েছে ৷
advertisement
দিল্লি ও মুম্বইয়ে বর্তমানে রান্নার গ্যাসের দাম ৮৯৯.৫০ টাকা ৷ কলকাতায় ৯২৬ টাকায় বিক্রি হচ্ছে গ্যাস ৷ দেশের প্রায় সমস্ত শহরে ১০০ টাকা পেরিয়ে গিয়েছে পেট্রোলের দাম ৷ করোনার জেরে আর্থিক অস্বচ্ছলতা এসেছে বহু পরিবারে৷ চাকরি খুইয়েছেন বহু মানুষ৷ অনেকেই এই পরিস্থিতিতে জীবিকার অন্য পথ বেছে নিতে বাধ্য হয়েছেন৷ তার উপর একদিকে পেট্রোল ও ডিজেল অন্যদিকে ফের রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে মাথায় হাত মধ্যবিত্তের৷
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 28, 2021 9:53 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
দিওয়ালিতে ফের দাম বাড়বে LPG সিলিন্ডারের! জুলাই থেকে এখনও পর্যন্ত ৯০ টাকা বেড়েছে গ্যাসের দাম