Credit Card: ক্রেডিট কার্ডের বিল দেওয়ার পরও কমে যাচ্ছে CIBIL স্কোর? 'এই' ভুল করছেন না তো? কেন এমনটা হয় জানুন
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Riya Das
Last Updated:
Credit Card: এরকমও দেখা যায় যে কখনও কখনও কেউ সময়মতো ক্রেডিট কার্ডের পেমেন্ট করে দিলেও ক্রেডিট স্কোর তার পরেও কমে গিয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক এর কারণ।
অনেকেই ভাবেন ঋণের জালে জড়িয়ে পড়বেন ক্রেডিট কার্ড নিলে, এক দিক থেকে দেখলে ক্রেডিট কার্ডও ঋণ বই আর কিছুই নয়! তবে, পুরোটাই নির্ভর করে কে কীভাবে ব্যবহার করছেন, তার উপরে। সবচেয়ে বড় কথা ঠিক সময়ে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করে দেওয়া। তাতেই স্বস্তি, ঋণের প্রশ্ন ওঠে না আর, অন্য দিকে, ক্রেডিট স্কোরও ঠিকঠাক থাকে।
আমাদের CIBIL স্কোরও আসলে আমাদের ক্রেডিট কার্ডের উপর নির্ভর করে। সেটা ঠিক রাখা অত্যন্ত জরুরিও বটে, কেন না একটি ভাল CIBIL স্কোর কম সুদের হারে ঋণ প্রদান করতে পারে। তাই, অনেকে প্রায়শই একটি ভারসাম্যপূর্ণ CIBIL স্কোর বজায় রাখার জন্য ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন। সব সময়েই যে তাতে লাভ হয়, এমনটা কিন্তু জোর দিয়ে বলা যাবে না। এরকমও দেখা যায় যে কখনও কখনও কেউ সময়মতো ক্রেডিট কার্ডের পেমেন্ট করে দিলেও ক্রেডিট স্কোর তার পরেও কমে গিয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক এর কারণ।
advertisement
advertisement
কারণ কী
সময়মতো ক্রেডিট বিল পরিশোধ করা যতটা গুরুত্বপূর্ণ, ক্রেডিট ব্যবহার পরিচালনা করাও ততটাই গুরুত্বপূর্ণ। ক্রেডিট ব্যবহারের অনুপাত নির্ভর করে নিজেদের ক্রেডিট কার্ডের মোট সীমা কতটা ব্যবহার করা হয়েছে তার উপর।
advertisement
যদি কোনও কার্ডহোল্ডার এই সীমা সম্পূর্ণরূপে ব্যবহার করে, তাহলে ব্যাঙ্কগুলি এটিকে বৈধ বলে মনে করে না। এখন, জেনে নেওয়া যাক এটি কীভাবে গণনা করা হয়।
এটি কীভাবে গণনা করা হয়:
নিজেদের ক্রেডিট কার্ডে কত খরচ করা হয়েছে এবং কার্ডের সীমা এই হল মোদ্দা ব্যাপার। এই দুই বিভাগের উপরে ভিত্তি করে যে হিসেব দাঁড়ায় তা হল:
advertisement
ক্রেডিট কার্ডের খরচ / ক্রেডিট কার্ডের সীমা = ক্রেডিট ব্যবহার
যদি এই ক্রেডিট ব্যবহারের অনুপাত ৮০ থেকে ৯০ শতাংশ হয়, তবে এটি ক্রেডিট হিস্টরির ক্ষতি করে। এমনকি যদি কেউ সময়মতো নিজেদের ব্যালেন্স পরিশোধ করে, তাহলেও এটি দেখায় যে সে ক্রেডিট কার্ডের উপর অতিরিক্ত নির্ভরশীল।
তাহলে সঠিক সীমা কী
কার্ডহোল্ডারদের তাদের ক্রেডিট কার্ডের সীমার মাত্র ৩০ শতাংশ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। এটিও সুপারিশ করা হয় যে কেউ যদি নিকট ভবিষ্যতে ঋণ নেওয়ার পরিকল্পনা করে, তাহলে এই সীমা ১০ থেকে ১৫ শতাংশের মধ্যে রাখতে হবে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 01, 2026 4:26 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Credit Card: ক্রেডিট কার্ডের বিল দেওয়ার পরও কমে যাচ্ছে CIBIL স্কোর? 'এই' ভুল করছেন না তো? কেন এমনটা হয় জানুন









