দিতে হচ্ছে বিদ্যুতের অর্ধেক বিল! এবার বাঁচবে মোটা টাকা, কারা পাচ্ছেন এই বিশেষ সুবিধা
- Published by:Dolon Chattopadhyay
- local18
Last Updated:
এই প্রকল্পের আওতায় ৬৫ লক্ষেরও বেশি পরিবার ভর্তুকিযুক্ত বিদ্যুতের সুবিধা পাচ্ছেন। ভোক্তাদের দিতে হচ্ছে মাত্র অর্ধেক টাকা।
রায়পুর: জিনিসপত্রের দাম ক্রমশ বাড়ছে। সাধারণ মানুষের নাভিশ্বাস। এর মধ্যে চিন্তা বাড়াচ্ছে বিদ্যুতের বিল। সেখানেও লেগেছে মূল্যস্ফীতির ছোঁয়া। কিন্তু উল্টো ছবি ছত্তিসগড়ে। সেখানে চালু হয়েছে অর্ধেক বিদ্যুৎ বিল প্রকল্প। এতে খুশি আমজনতা। এই প্রকল্পের আওতায় ৬৫ লক্ষেরও বেশি পরিবার ভর্তুকিযুক্ত বিদ্যুতের সুবিধা পাচ্ছেন। ভোক্তাদের দিতে হচ্ছে মাত্র অর্ধেক টাকা।
ছত্তিসগড়ে বিদ্যুৎ বিলের মাত্র অর্ধেক টাকা মেটাচ্ছেন গ্রাহকরা। ফলে মোটা টাকা সাশ্রয় হচ্ছে। এই প্রকল্পে গত তিন বছরে রাজ্যের মানুষ কোটি কোটি টাকা বাঁচিয়েছেন। বিদ্যুৎ দফতরের তরফে জানানো হয়েছে, রাজ্যের ৪২ লক্ষ গ্রাহক অর্ধেক বিদ্যুৎ বিল প্রকল্প থেকে সরাসরি সুবিধা পাচ্ছেন। অর্ধেক বিদ্যুৎ বিল প্রকল্পের পাশাপাশি, রাজ্য সরকার কৃষক জীবন জ্যোতি যোজনার অধীনে, স্থায়ী ও অস্থায়ী বিদ্যুৎ সংযোগ থাকা কৃষকদের তিন অশ্বশক্তি পর্যন্ত কৃষি পাম্পের বিদ্যুৎ বিলে বছরে ৬ হাজার ইউনিট এবং ৩ থেকে ৫ অশ্বশক্তি পর্যন্ত কৃষি পাম্পের বিদ্যুৎ বিলে বছরে ৭৫০০ ইউনিট ছাড় দিচ্ছে।
advertisement
আরও পড়ুন: ঋণ দেওয়ার নামে জালিয়াতি! সর্বস্বান্ত করা ভুয়ো ‘লোন অ্যাপে’র হাত থেকে কীভাবে বাঁচবেন দেখে নিন
advertisement
লাভবান হচ্ছে কৃষকরা:
পরিসংখ্যান বলছে, ৪১.৯৪ লক্ষ গার্হস্থ্য বিদ্যুৎ গ্রাহক, ১৬.৮২ লক্ষ বিপিএল বিদ্যুৎ গ্রাহক, ৬.২৬ লক্ষেরও বেশি কৃষক বিদ্যুৎ বিল প্রকল্প থেকে উপকৃত হয়েছেন। হাফ ইলেকট্রিসিটি বিল স্কিমের অধীনে, গার্হস্থ্য গ্রাহকরা প্রতি মাসে ৪০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচে ৫০ শতাংশ ছাড় পাচ্ছেন।
advertisement
প্রসঙ্গত, ২০১৯ সালের ১ মার্চ থেকে ছত্তিসগড়ে চালু হয়েছে ‘হাফ ইলেকট্রিসিটি বিল’ প্রকল্প। এর পাশাপাশি, ‘একল বাট্টি সংযোগ’ যোজনার আওতায় দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী পরিবারগুলিকে প্রতি মাসে বিনামূল্যে ৩০ ইউনিট বিদ্যুৎ দেওয়া হচ্ছে।
কারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন:
এই প্রকল্পের সুবিধা পেতে হলে, বিদ্যুৎ বিলে কোনও বকেয়া থাকলে চলবে না। সময়ে বিল পরিশোধ করতে হবে। যে গ্রাহকরা আগের বিলের পুরো টাকা মেটাননি তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। যে সব গ্রাহকের দুই মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া পড়ে রয়েছে, তাঁরাও এই প্রকল্পের সুবিধা পাবেন না।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 08, 2023 7:12 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
দিতে হচ্ছে বিদ্যুতের অর্ধেক বিল! এবার বাঁচবে মোটা টাকা, কারা পাচ্ছেন এই বিশেষ সুবিধা