মানুষের চাহিদা ক্রমশ বাড়ছে। শুধু গাড়ি, বাড়ি, টাকাতেই তা নিরসন হয় না, সঙ্গে চাই বিদেশ ভ্রমণ, দামি গ্যাজেট, বিলাসবহুল জীবনযাত্রা। এসবের জন্যে বিপুল টাকার প্রয়োজন। এই সব চাহিদা মেটাতে অনেকেই ঋণ নেন। ফোন এবং ই-মেলে সহজ, সস্তা লোনের খবরও আসে প্রতিনিয়ত। কখনও কখনও এই ধরনের মেল ব্যাঙ্ক নিজেও পাঠায়। তাছাড়া জরুরি পরিস্থিতিতে দ্রুত মোটা টাকা সংগ্রহের জন্যে ব্যক্তিগত ঋণ নেন অনেকেই।
মনে রাখতে হবে:
একটি জিনিস সবসময় মনে রাখা উচিত যে ভুয়া অ্যাপগুলি ব্যবহারকারীর কাছ থেকে বিভিন্ন ধরনের তথ্য চায়। এতে ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ঝুঁকিও বেড়ে যায়। যে সব অ্যাপ সত্যিই ঋণ দেয় তারা মোবাইল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জন্ম তারিখ, নাম ইত্যাদির মতো প্রয়োজনীয় তথ্যই শুধু চায়। এগুলো মাথায় রাখলেই ভুয়ো অ্যাপের হাত থেকে বাঁচা যাবে।