Passive Income vs Active Income: প্যাসিভ ইনকাম অ্যাক্টিভ ইনকামের চেয়ে কতটা আলাদা? জেনে নিন উপার্জন বাড়ানোর ৫ সেরা উপায়
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
Passive Income vs Active Income: উপার্জন বা ইনকামের দুই ভাগ সম্পর্কে ধারণা স্পষ্ট করে নেওয়া প্রয়োজন, অনেকেই অ্যাক্টিভ এবং প্যাসিভ ইনকামের মধ্যে পার্থক্য বোঝেন না।
আজকাল কেউ আর কেবল বেতনের উপর নির্ভর করতে চান না। আর্থিক নিরাপত্তার জন্য সবাই প্যাসিভ ইনকাম তৈরির উপায় খুঁজছেন। সেটা যুক্তিসঙ্গতও বটে। চাকরিজীবীদের মুদ্রাস্ফীতির কারণে প্রায়শই বিড়ম্বনার মুখে পড়তে হয়। বেতন নিয়ম করে বাড়লেও সব সময়ে তা যে পর্যাপ্ত হয়, এমনটা নয়। আর যেটুকু বাড়ে, সেটুকু বেড়ে চলা খরচের তাল রাখতে গিয়ে বেরিয়ে যায়। সেই জন্যই দরকার হয় বাড়তি উপার্জনের। কিন্তু সে কথায় আসার আগে উপার্জন বা ইনকামের দুই ভাগ সম্পর্কে ধারণা স্পষ্ট করে নেওয়া প্রয়োজন, অনেকেই অ্যাক্টিভ এবং প্যাসিভ ইনকামের মধ্যে পার্থক্য বোঝেন না।
অ্যাক্টিভ আয় হল চাকরি বা ব্যবসার মাধ্যমে সরাসরি উপার্জন করা। অন্য দিকে, প্যাসিভ ইনকাম সেই সব কাজ করার পরেও একটি স্থির আয়ের ধারা প্রদান করে। প্যাসিভ ইনকামের সবচেয়ে বড় সুবিধা হল এটি স্বাধীনতা দেয়।
advertisement
advertisement
এর অর্থ হল নিজেদের জন্য কাজ করে অর্থ উপার্জন করা। অ্যাক্টিভ ইনকাম সময় এবং প্রচেষ্টার উপর নির্ভর করে। তবে, প্যাসিভ ইনকামের ক্ষেত্রে এটি হয় না। সত্যি বলতে কী, এতে ঘুমানোর সময়ও উপার্জন করা যেতে পারে। এখন প্রশ্ন হল প্যাসিভ ইনকামের রাস্তা কীভাবে তৈরি করা যেতে পারে!
এটি করার অনেক উপায় আছে, তবে সঠিক পদ্ধতি বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক নজরে দেখে নেওয়া যাক প্যাসিভ ইনকাম শুরু করার পাঁচটি নির্ভরযোগ্য এবং কার্যকর উপায়।
advertisement
প্রথমত, সম্পত্তি ভাড়া দেওয়া হল প্যাসিভ ইনকামের সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি। বাড়ি, দোকান বা অফিস স্পেস কেনা এবং ভাড়া দেওয়া একটি নির্দিষ্ট মাসিক আয় তৈরি করে।
আরও পড়ুন: SIP vs SWP vs STP: কোন মিউচুয়াল ফান্ড বিনিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ রিটার্ন দেয় জেনে নিন
শেয়ার বাজারে অনেক স্টক আছে, যা নিয়মিত লভ্যাংশ প্রদান করে। একবার সঠিক কোম্পানিতে বিনিয়োগ করলে শেয়ার বিক্রি না করেই বার্ষিক আয় করা যেতে পারবে। এই পদ্ধতিটি তাঁদের জন্য সবচেয়ে উপযুক্ত যাঁরা ঝুঁকি বোঝেন এবং বাজার পর্যবেক্ষণ করেন।
advertisement
যদি কারও কোনও বিষয় সম্পর্কে ভাল জ্ঞান থাকে, তাহলে এটিকে একটি কোর্স বা ই-বুকে পরিণত করতে হবে। একবার কনটেন্ট তৈরি করে ফেললে এটি বার বার বিক্রি করা যাবে। প্রতিটি নতুন বিক্রয় দৈনিক প্রচেষ্টা ছাড়াই অতিরিক্ত আয় তৈরি করবে।
ব্লগ, ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অন্যদের পণ্য প্রচার করে কমিশন অর্জন করা বর্তমানে একটি জনপ্রিয় পদ্ধতি। সঠিক ব্র্যান্ডের সঙ্গে অংশীদারিত্ব ধারাবাহিক আয়ের পথ তৈরি করতে পারে। কনটেন্টের মাধ্যমে দর্শক তৈরি করতে হবে এবং তার পর বিজ্ঞাপন, স্পনসরশিপ বা সদস্যপদের মাধ্যমে আয় করতে হবে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 11, 2025 6:58 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Passive Income vs Active Income: প্যাসিভ ইনকাম অ্যাক্টিভ ইনকামের চেয়ে কতটা আলাদা? জেনে নিন উপার্জন বাড়ানোর ৫ সেরা উপায়

