Pan Aadhaar Link: আর মাত্র ক'দিন বাকি! প্যানের সঙ্গে আধারের লিঙ্ক না থাকলে বড় বিপদে পড়বেন

Last Updated:

Pan Aadhaar Card Linking: ৩১ মার্চ সময়সীমা শেষ হবে প্যান কার্ডের সঙ্গে আধারের লিঙ্ক করার। লিঙ্ক না করা হলে ১লা এপ্রিল থেকে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে।

প্যান কার্ডের সঙ্গে আধারের লিঙ্ক
প্যান কার্ডের সঙ্গে আধারের লিঙ্ক
নয়া দিল্লি: হাতে মাত্র আর কয়েকদিন। তার পরেই সময়সীমা শেষ হচ্ছে আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার। ৩১ মার্চ সময়সীমা শেষ হবে প্যান কার্ডের সঙ্গে আধারের লিঙ্ক করার। লিঙ্ক না করা হলে ১লা এপ্রিল থেকে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। ব্যক্তিগত করদাতাদের জন্য এটি বাধ্যতামূলক।
আয়কর বিভাগ আগেই জানিয়েছিল, "আয়কর আইন, ১৯৬১ অনুসারে, সমস্ত প্যান কার্ড ধারকদের জন্য এই নিয়ম বাধ্যতামূলক। ৩১ শে মার্চের আগে PAN কার্ডকে আধারের সঙ্গে লিঙ্ক করা বাধ্যতামূলক। লিঙ্ক না করা হলে ১লা এপ্রিল, PAN কার্যত নিষ্ক্রিয় হয়ে যাবে। তাই দেরি না করে দ্রুত লিঙ্ক করুন!"
advertisement

এসএমএসের মাধ্যমে লিঙ্ক 

advertisement
১: ৫৬৭৫৭৮ বা ৫৬১৬১  নম্বরে একটি এসএমএস পাঠাতে হবে। UIDPAN (স্পেস) ১২-সংখ্যার আধার কার্ড নম্বর (স্পেস) ১০-সংখ্যার প্যান কার্ড নম্বর দিতে হবে।
২: তারপরে আপনি আপনার প্যান-আধার লিঙ্কিং স্ট্যাটাস সম্পর্কে আপডেট করার জন্য একটি SMS পাবেন। মনে রাখবেন যে আধার এবং প্যান উভয় ক্ষেত্রেই করদাতার জন্ম তারিখ একই হলেই এটি লিঙ্ক করা যাবে।
advertisement

আয়কর বিভাগের পোর্টালের মাধ্যমে লিঙ্ক

১: আইটি বিভাগের ই-ফাইলিং ওয়েবসাইট (www.incometaxindiaefiling.gov.in)  যেতে হবে।
২: 'Quick Links' বিভাগে ক্লিক করার পরে নতুন পেজ খুলবে। সেখানে বাঁদিকে 'Link Aadhaar'-অপশনে ক্লিক করতে হবে।
৩: নতুন একটি পেজ খুলবে। সেখানে আপনার প্যান নম্বর, আধার নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় বিবরণ দিতে হবে।
advertisement
তবে আগে বিনামূল্যে লিঙ্ক করা গেলেও, এখন প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে ১০০০ টাকা জরিমানা দিতে হচ্ছে। ৩১ মার্চের পরে লিঙ্ক করতে গেলে জরিমানার পরিমাণ আরও বাড়তে পারে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Pan Aadhaar Link: আর মাত্র ক'দিন বাকি! প্যানের সঙ্গে আধারের লিঙ্ক না থাকলে বড় বিপদে পড়বেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement