#নয়াদিল্লি: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (Punjab National Bank) এক বিশেষ ধরনের অ্যাকাউন্ট খুললে মিলবে প্রায় ২৩ লাখ টাকার সুবিধা। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সেই অ্যাকাউন্টটি হল মাই স্যালারি অ্যাকাউন্ট (PNB MySalary Account)। যাঁরা চাকরি করেন, তাঁরা পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে এই স্যালারি অ্যাকাউন্ট খুললে, পেয়ে যাবেন প্রায় ২৩ লাখ টাকার সুবিধা। এই স্যালারি অ্যাকাউন্টের গ্রাহকদের পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফে দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের সুবিধা।
আরও পড়ুন: বিনিয়োগের বিকল্প; ৯ টাকার স্টক ৮ মাসে হয়েছে ৬৫০ টাকা, রিটার্ন দিয়েছে প্রায় ৭০০০ শতাংশ!
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক দেবে এই সুবিধা-
নিজেদের স্যালারি ভালোভাবে ম্যানেজ করার জন্য পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলা দরকার। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খুললে পাওয়া যাবে ব্যাক্তিগত দুর্ঘটনা বিমার সুবিধা। এছাড়াও পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের স্যালারি অ্যাকাউন্টের মাধ্যমে পাওয়া যাবে ওভারড্রাফটের সুবিধা।
আরও পড়ুন: এবার WhatsApp-এর মাধ্যমেই খোলা যাবে ডিম্যাট অ্যাকাউন্ট, জেনে নিন কী ভাবে!
কী ভাবে পাওয়া যাবে ২০ লাখ টাকার সুবিধা-
এর জন্য প্রথমেই পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে একটি স্যালারি অ্যাকাউন্ট খুলতে হবে। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাদের স্যালারি অ্যাকাউন্ট হোল্ডারদের ইনস্যুরেন্স কভার সহ বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করছে। জিরো ব্যাল্যান্স এবং জিরো কোয়াটারলি এভারেজ সুবিধার সঙ্গে সঙ্গে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ২০ লাখ টাকার পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভারও প্রদান করছে। ২০ লাখ টাকার এই সুবিধা পাওয়া যাবে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের স্যালারি অ্যাকাউন্টে।
স্যালারি অ্যাকাউন্টের ৪টি ক্যাটাগরি-
- প্রতি মাসে যারা ১০ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা স্যালারি পায় তাদের রাখা হয়েছে সিলভার ক্যাটাগরিতে।
- প্রতি মাসে যারা ২৫০০১ টাকা থেকে ৭৫০০০ টাকা স্যালারি পায় তাদের রাখা হয়েছে গোল্ড ক্যাটাগরিতে।
- প্রতি মাসে যারা ৭৫০০১ টাকা থেকে ১৫০০০০ টাকা স্যালারি পায় তাদের রাখা হয়েছে প্রিমিয়াম ক্যাটাগরিতে।
- প্রতি মাসে যারা ১৫০০০১ টাকার বেশি স্যালারি পায় তাদের রাখা হয়েছে প্ল্যাটিনাম ক্যাটাগরিতে।
আরও পড়ুন: পঞ্জিকা ৩ ডিসেম্বর: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
কী ভাবে পাওয়া যাবে ৩ লাখ টাকার সুবিধা-
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফে গ্রাহকদের ওভারড্রাফটের সুবিধা দেওয়া হয়। সিলভার ক্যাটাগরির গ্রাহকদের ৫০০০০ টাকার ওভারড্রাফটের সুবিধা দেওয়া হবে, গোল্ড ক্যাটাগরির গ্রাহকদের ১৫০০০০ টাকার ওভারড্রাফটের সুবিধা দেওয়া হবে, প্রিমিয়াম ক্যাটাগরির গ্রাহকদের ৫০,০০০ টাকার ওভারড্রাফটের সুবিধা দেওয়া হবে এবং প্ল্যাটিনাম ক্যাটাগরির গ্রাহকদের ৫০,০০০ টাকার ওভারড্রাফটের সুবিধা দেওয়া হবে।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সকল সুবিধার সম্পর্কে জানতে এবং এই ব্যাঙ্কের স্যালারি অ্যাকাউন্ট সম্পর্কে জানার জন্য এই লিঙ্ক ভিজিট করতে হবে- https://www.pnbindia.in/salary saving products.html
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।