আলু, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ কেন্দ্রের

Last Updated:

Onion, Potato,Tomato prices control: কেন্দ্রের পক্ষ থেকে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের জন্য বাফার স্টক (Buffer Stock Released) জারি করা হয়েছে ৷ এর পাশাপাশি Consumer Affair Ministry-র পক্ষ থেকে বলা হয়েছে, আলু এবং টম্যাটোর দাম কমানোর চেষ্টাও চলছে ৷

Representative Image
Representative Image
নয়াদিল্লি: পেঁয়াজ, টম্যাটো এবং আলুর দাম বেশ কয়েক সপ্তাহ ধরেই বেড়ে চলেছে (Onion/Tomato/Potato Prices Hike) ৷ আর এই জিনিসগুলিরই চাহিদা গোটা দেশে সবসময়েই অনেক বেশি ৷ যার জন্য এগুলির দাম বাড়ায় সাধারণ মানুষ এখন ভালোমতোই অস্বস্তিতে ৷ সবজির দাম বাড়ায়, সরকারের পক্ষ থেকে এবার পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ কেন্দ্রের পক্ষ থেকে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের জন্য বাফার স্টক (Buffer Stock Released) জারি করা হয়েছে ৷ এর পাশাপাশি Consumer Affair Ministry-র পক্ষ থেকে বলা হয়েছে, আলু এবং টম্যাটোর দাম কমানোর চেষ্টাও চলছে ৷
চলতি বছরের অগাস্ট মাস থেকেই ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে বাজারে পেঁয়াজের স্টক নিয়ন্ত্রণ করা হচ্ছে ৷ এর ফলে শুধু পেঁয়াজের দাম কমার ক্ষেত্রেই সাহায্য করবে না ৷ পাশাপাশি  স্টকের  ন্যূনতম ক্ষতিও সুনিশ্চিত হবে ৷ এরই ফলে ১৪ অক্টোবর মহানগরগুলিতে পেঁয়াজের দাম ৪২ টাকা থেকে ৫৭ টাকা প্রতি কেজি পর্যন্ত পৌঁছে গিয়েছিল ৷ গোটা দেশে (All India Average Price) পেঁয়াজের গড় দাম ছিল ৩৭.০৬ টাকা প্রতি কেজি ৷
advertisement
advertisement
দেশের চার মহানগরে পেঁয়াজের দাম
গত ১৪ অক্টোবর চেন্নাইতে পেঁয়াজের রিটেল বাজারে দাম ছিল ৪২ টাকা প্রতি কেজি ৷ দিল্লিতে ৪৪ টাকা প্রতি কেজি, মুম্বইতে ৪৫ টাকা এবং কলকাতায় ৫৭ টাকা প্রতি কেজি ৷ Consumer Affair Ministry-র পক্ষ থেকে জানানো হয়,পেঁয়াজের বাফার স্টক সেইসমস্ত রাজ্যগুলিতেই জারি করা হচ্ছে, যেখানে পেঁয়াজের দাম দেশের গড় দামের চেয়ে বেশি ৷ গত মাসের তুলনায় বেশি বেড়ে গিয়েছে ৷ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ১২ অক্টোবর ২০২১-এ কলকাতা, লখনউ, পটনা, রাঁচি, গুয়াহাটি, ভুবনেশ্বর, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বই, চণ্ডীগড়, কোচি এবং রায়পুরের বাজারে সবমিলিয়ে ৬৭,৩৫৭ টন পেঁয়াজ পাঠানো হয় ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আলু, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ কেন্দ্রের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement