Hero-র ফেস্টিভ ধামাকা ! মাত্র ৬,৯৯৯ টাকা দিয়ে ঘরে আনুন বাইক-স্কুটার, জানুন কী ভাবে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Hero Festive Offer: এই উৎসবের মরশুমে গ্রাহকদের জন্য বিশেষ অফার নিয়ে এসেছে Hero MotoCorp ৷ সংস্থার স্কুটার এবং বাইকের দামে এখন দারুণ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে ৷
নয়াদিল্লি: বিশ্বের সবচেয়ে বড় অটোমোবাইল সংস্থাগুলির মধ্যে অন্যতম হল Hero ৷ এই উৎসবের মরশুমে গ্রাহকদের জন্য বিশেষ অফার নিয়ে এসেছে Hero MotoCorp ৷ সংস্থার স্কুটার এবং বাইকের দামে এখন দারুণ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে ৷ এই অফার Hero Splendor + রেঞ্জের পাশাপাশি Maestro স্কুটার সবেতেই পাওয়া যাচ্ছে ৷ উৎসবের এই মরশুমে সংস্থা নিজের গ্রাহকদের সুবিধার জন্য বাইক, স্কুটার কিনলে একটি আকর্ষক ফাইন্যান্সও অফার করছে ৷ আসুন জেনে নেওয়া যাক, এই অফার সম্পর্কে বিস্তারিত তথ্য ৷
ফাইন্যান্সে পাওয়া যাবে আকর্ষনীয় ছাড়:
৫.৫৫ শতাংশ পর্যন্ত ফাইন্যান্সের করা সম্ভব ৷ এর পাশাপাশি সংস্থা নিজেদের গ্রাহকদের মাত্র ৬৯৯৯ টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে নতুন বাইক বা স্কুটার দিয়ে থাকছে ৷ যদি আপনি নতুন বাইক বা স্কুটার কিনছেন, তাহলে আপনি ১২,৫০০ টাকা পর্যন্ত লাভ নিতে পারবেন ৷
advertisement
advertisement
হিরো সংস্থার ওয়েবসাইটে পাবেন সব তথ্য-
হিরো সংস্থা নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত সব তথ্য শেয়ার করেছে ৷ যার মাধ্যমে জানা গিয়েছে, গ্রাহকরা এখন বাইক-স্কুটার কিনলে ৫০০০ টাকার লয়্যালটি/এক্সচেঞ্জ বোনাস পেতে পারেন ৷ এর পাশাপাশি গ্রাহকরা ২১০০ টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্টও পাবন ৷ যদি গ্রাহক কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান, তাহলে ৭,৫০০ টাকা পর্যন্ত অফার পেতে পারেন ৷
advertisement
হিরো এক্সপালস্ ২০০ ৪ভি। গত ৭ অক্টোবর ভারতের বাজারে আসা এই বাইকের ২০০ সিসি ডিসপ্লেসমেন্টের ইঞ্জিনে চারটি বিশেষ ভাল্ব রয়েছে। যা ইঞ্জিনে অনেক বেশি পরিমাণ জ্বালানি এবং বাতাস ঢুকতে সাহায্য করবে বলে সংস্থার তরফে দাবি করা হয়েছে। এই নতুন বাইকটিতে ১৩ লিটার পর্যন্ত তেল ধারণের ক্ষমতা হয়েছে।
খুব তাড়াতাড়ি সংস্থার পক্ষ থেকে তাদের ভেহিক্যাল পোর্টফোলিওর আপডেট করা হবে-
advertisement
হিরো মোটোকর্প সংস্থা খুব তাড়াতাড়ি বাজারে তাদের নিজেদের ভেহিক্যাল পোর্টফোলিওর আপডেট করবে ৷ যার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷ হিরো মোটোকর্পের তরফে সংস্থার পরবর্তী মোটরবাইকের টিজারও প্রকাশ করা হয়েছে ৷ যার সঙ্গে Xtreme 160R-এর স্টিল এডিশনের মিল রয়েছে ৷ খুব তাড়াতাড়ি বাজারে এই বাইক আনছে সংস্থা ৷ এর মধ্যে কিছু নতুন দুর্দান্ত ফিচার্সও থাকবে ৷ গ্রাহকদের মধ্যে যা নিয়ে উৎসাহ তুঙ্গে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 17, 2021 10:07 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Hero-র ফেস্টিভ ধামাকা ! মাত্র ৬,৯৯৯ টাকা দিয়ে ঘরে আনুন বাইক-স্কুটার, জানুন কী ভাবে