মাত্র ১ টাকায় জিতে নিন ওয়ান প্লাস ৩ ফোন !
Last Updated:
দিওয়ালি উপলক্ষে এখন গোটা দেশজুড়েই দারুণ অফার ! ওয়ান প্লাস মোবাইল পাওয়া যাবে মাত্র ১ টাকার বিনিময়ে।
#নয়াদিল্লি: দিওয়ালি উপলক্ষে এখন গোটা দেশজুড়েই দারুণ অফার ! ওয়ান প্লাস মোবাইল পাওয়া যাবে মাত্র ১ টাকার বিনিময়ে। হ্যাঁ, অবাক হলেও সত্যি ! এই দামে এই ফোন দেবে খোদ ওয়ান প্লাস সংস্থাই। দিওয়ালি উপলক্ষে এই বিশেষ অফারের ব্যবস্থা করা হচ্ছে ৷ আর এই দারুণ অফার পেতে হলে আজ থেকেই আগামী ২৬ অক্টোবর পর্যন্ত অনলাইনে লেগে পড়তে হবে গ্রাহকদের ৷ এই তিন দিন দুপুর ১২টা, বিকেল ৪টে এবং রাত ৮টা নাগাদ ওয়ান প্লাস সংস্থার নিজস্ব ই-কমার্স ওয়েবসাইটেই নিজের লাকের পরীক্ষা করতে হবে আপনাকে ৷ আর এখানেই শেষ নয় , স্মার্টফোন মাত্র ১ টাকায় জেতার পাশাপাশি লাক আরেকটু ভাল থাকলে জিতে যেতে পারেন বাম্পার প্রাইজ ৷ আর সেটা হল সপ্তাহব্যাপী লন্ডন ট্যুর প্যাকেজ !
অক্টোবর ২৪ থেকে ২৬ তারিখের মধ্যে একটি দিওয়ালি ড্যাশ সেলের বন্দোবস্ত করছে ওয়ান প্লাস। এই সেলে অংশগ্রহণে যাঁরা ইচ্ছুক, তাঁদের ওয়ান প্লাস স্টোরে গিয়ে প্রথমে সাইন আপ করতে হবে। দিতে হবে নিজের ফোন নাম্বার এবং বাড়ির ঠিকানার মতো কিছু ডিটেলস। এই তিন দিন তিন বার করে আয়োজন করা হবে ফ্ল্যাশ সেলের। বেলা ১২টা, বিকেল ৪টে এবং সন্ধ্যা ৮টায় থাকবে ফ্ল্যাশ সেলের বন্দোবস্ত। সেই সময়ে সুযোগ বুঝে তুলে নিতে হবে একটি মিস্ট্রি বক্স। মিস্ট্রি বক্সের ভিতরে ওয়ান প্লাসের কোনও হ্যান্ডসেট বা অ্যাক্সেসরি থাকবে। সম্ভাব্য পুরস্কারের মধ্যে রয়েছে একটি ওয়ান প্লাস থ্রি রোজ গোল্ড মোবাইল সেটও। মিস্ট্রি বক্সটি হাতে আসার পরে, এক টাকা পেমেন্ট করলে তবেই জানা যাবে কী রয়েছে মিস্ট্রি বক্সটির ভিতরে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 24, 2016 8:29 PM IST