করোনার কারণে দেশে ব্যাঙ্কিং ক্ষেত্রে NPA ‌৯.‌৩৫ লক্ষ কোটি থেকে বেড়ে হতে পারে দ্বিগুণ!

Last Updated:

করোনা সংক্রমণ ও তার জন্য লকডাউনের ফলে দেশের অর্থনীতি এখন থমকে গিয়েছে।

#‌নয়াদিল্লি:‌ ভারতীয় অর্থনৈতিক বিশেষজ্ঞরা শোনালেন চরম আশঙ্কার কথা। করোনা ভাইরাস সঙ্কটের কারণে দেশে ব্যাঙ্কিং ক্ষেত্রে অর্থনৈতিক জটিলতা আরও বাড়তে পারে । সেপ্টেম্বর ২০১৯ সালের হিসাব অনুসারে দেশের ব্যাঙ্কিং ক্ষেত্রে এনপিএ বা নন পারফর্মিং অ্যাসেটের পরিমাণ ছিল ৯.‌৩৫ লক্ষ কোটি টাকা।
বিশেষজ্ঞরা বলছেন, এই আর্থিক বছরের শেষে সেই অঙ্কটাই বাড়তে পারে ১৮ থেকে ২০ শতাংশ। যার মধ্যে ২০ থেকে ২৫ শতাংশ ঋণ অনাদায়ী হতে পারে বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা। ‌আর নতুন করে এনপিএ বা অনুৎপাদক সম্পদ বৃদ্ধির ফলে করোনা পরবর্তী সময়ে দেশের অর্থনৈতিক উন্নতির পথে বাধা তৈরি হতে পারে বলেও মনে করছেন তাঁরা। ‘‌এক অভূতপূর্ব সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আগের ত্রৈমাসিকগুলিতে বিভিন্ন ব্যাঙ্কে অনুৎপাদক সম্পদের পরিমাণ যা ছিল, আশঙ্কা করা হচ্ছে, সামনের দিনগুলিতে তাঁর পরিমাণ দ্বিগুণ হয়ে যেতে পারে ৷’‌ সংবাদমাধ্যমকে জানিয়েছেন এক সরকারি ব্যাঙ্কের উচ্চ আধিকারিক।
advertisement
যদিও এই মন্তব্য করার সময় তাঁরা নিজেদের পরিচয় প্রকাশ করতে চাননি। এমনকী, এই বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রক, রিজার্ভ ব্যাঙ্ক ও অন্যান্য কয়েকটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের কাছে বিস্তারিত মন্তব্য প্রকাশ করতে ই–মেল করা হলেও তাঁরা উত্তর দিতে চাননি বলেই জানা গিয়েছে।
advertisement
করোনা সংক্রমণ ও তার জন্য লকডাউনের ফলে দেশের অর্থনীতি এখন থমকে গিয়েছে। একাধিক আন্তর্জাতিক সংস্থা পৃথিবী জুড়ে মন্দার আশঙ্কা করলেও এই করোনা আতঙ্কের মধ্যেও ভারতের অর্থনীতি শক্তিশালী থাকবে বলেই তাঁরা মনে করেছেন। তাঁরা জানিয়েছিলেন, এতকিছুর মধ্যে ভারতের জিডিপি সামান্য হলেও বৃদ্ধি পাবে। যেখানে পৃথিবীর বেশিরভাগ দেশের জিডিপি হ্রাস পেতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
করোনার কারণে দেশে ব্যাঙ্কিং ক্ষেত্রে NPA ‌৯.‌৩৫ লক্ষ কোটি থেকে বেড়ে হতে পারে দ্বিগুণ!
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement