পকেটে ১৫০০ টাকা থাকলেই যথেষ্ট; আরামসে ঘুরে আসা যাবে বিদেশে

Last Updated:

হাতে কম টাকা থাকলেও একটা দুর্দান্ত দেশে রীতিমতো রাজার মতো ভ্রমণ করা যাবে। কিন্তু কীভাবে?

বিদেশে বেড়াতে কে না চান! স্বপ্ন থাকলেও পকেটের কথা ভেবে সেটা পূরণ করা আর হয়ে ওঠে না। আসলে টিকিট, ভিসা, হোটেল এবং খাবারের খরচ থাকে। যার সঙ্গে এঁটে ওঠা অনেক সময়ই সম্ভব হয় না। তবে খরচের জন্য যদি বিদেশ ভ্রমণের স্বপ্ন অধরা থাকে, তাহলে আজ আমরা একটা সমাধান দিতে চলেছি। যার ফলে হাতে কম টাকা থাকলেও একটা দুর্দান্ত দেশে রীতিমতো রাজার মতো ভ্রমণ করা যাবে। কিন্তু কীভাবে?
সেই দেশে ভারতীয় রুপির দাপট বেশি। আসলে সেখানে ডলারের মতোই ভারতীয় রুপি অত্যন্ত শক্তিশালী। এমনকী সেই দেশে মাত্র ১০০০ টাকা নিয়ে গেলেও তার মূল্য লাখ টাকার কাছাকাছি! আর সবথেকে বড় কথা হল, সারা বিশ্বেই আজ এই দেশ জনপ্রিয়তা লাভ করেছে। এখানকার স্ট্রিট ফুড, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের জয়জয়কার বিশ্ব জুড়ে। আর সেই দেশটির নাম হল ভিয়েতনাম।
advertisement
advertisement
ভিয়েতনামের খরচ:
ভিয়েতনামে ভ্রমণের জন্য লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হবে না। ভারতীয় রুপিতে ১ টাকা হল ২৯১ ভিয়েতনামিজ ডং-এর সমান। ফলে সহজেই হোটেলে থাকা এবং খাওয়ার খরচ মেটানো সম্ভব। সেই সঙ্গে ভিয়েতনামের যে কোনও প্রান্তে সহজেই ভ্রমণ করা যাবে অত্যন্ত কম খরচেই।
advertisement
ভিয়েতনাম ভ্রমণের আদর্শ সময়:
ভিয়েতনামে যেতে কোনও বিশেষ মরশুমের জন্য অপেক্ষা করতে হবে না। তবে বেশিরভাগ মানুষ এই দেশে যায় ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে। মূলত ভিয়েতনামে অত্যন্ত কম খরচে নতুন বছর উদযাপনের জন্যই পর্যটকদের ঢল নামে। শুধু তা-ই নয়, এই সময় আবহাওয়াও থাকে মনোরম। ভিয়েতনামে রয়েছে দারুণ সব পর্যটনস্থল। এর মধ্যে অন্যতম হল হালং বে, হোই অ্যান। এখানে দারুণ সময় কাটানো সম্ভব। হালং বে আবার বে অফ ডিসেন্ডিং ড্রাগনস নামেও পরিচিত। ১৯৯৪ সালে বিশ্বের ঐতিহ্যবাহী স্থানগুলির মধ্যে ভিয়েতনামকে জায়গা দিয়েছে ইউনেস্কো।
advertisement
এই সব জায়গায় না ঘুরলেই নয়!
এর পাশাপাশি হ্যানয়ে ঘুরে বেড়ানো যেতে পারে। আসলে ভিয়েতনামের সম্পূর্ণ ইতিহাসের নিদর্শন ছড়িয়ে রয়েছে এই শহরে। দেশের উত্তর অংশে অবস্থিত গিয়াং আবার পর্যটকদের মধ্যে দারুণ জনপ্রিয়। প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে মিলেমিশে রয়েছে আধুনিক স্থাপত্য-ভাস্কর্য। গোল্ডেন প্যাগোডা, জাদুঘর এবং ঐতিহ্যবাহী মার্কেট- এই সমস্ত কিছুই মন জয় করবে। আবার হোই অ্যান হল এশিয়ার সবথেকে পুরনো শহর। একে আবার শান্তির শহর হিসেবেও বিবেচনা করা হয়। আবার হা গিয়াংয়ের অপরূপ সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
পকেটে ১৫০০ টাকা থাকলেই যথেষ্ট; আরামসে ঘুরে আসা যাবে বিদেশে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement