‘আইন মানতেই হবে’, Paytm নিয়ে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী, বড় পদক্ষেপের ইঙ্গিত?

Last Updated:

পেটিএম নিয়ে মুখ খুলল কেন্দ্রীয় সরকার। সরাসরি জানিয়ে দেওয়া হল, আইন মানতেই হবে।

Paytm Payments Bank-এর উপর নিষেধাজ্ঞা জারি করেছে আরবিআই। তারপর থেকেই হু-হু করে পড়ছে কোম্পানির শেয়ার দর। গত কয়েকদিনে পেটিএমের মূল সংস্থা অর্থাৎ ওয়ান ৯৭ কমিউনিকেশন লিমিটেডের শেয়ার ৯৯৮.৩০ টাকা থেকে ৫২ সপ্তাহের সর্বনিম্ন ৩২৫.০৫ টাকায় নেমে এসেছে। মার্কেট ক্যাপ কমেছে ২০,৬৪৫ কোটি টাকা।
যদিও সবকিছু স্বাভাবিক দেখানোর চেষ্টা করছে পেটিএম। সংস্থার তরফে রিজার্ভ ব্যাঙ্ককে সব রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি পেমেন্টস ব্যাঙ্কে নিষেধাজ্ঞার পরেও পেটিএমে নিয়োগ জারি রয়েছে বলেও খবর সামনে এসেছে। এর মধ্যেই পেটিএম নিয়ে মুখ খুলল কেন্দ্রীয় সরকার। সরাসরি জানিয়ে দেওয়া হল, আইন মানতেই হবে।
advertisement
advertisement
কেন্দ্রের তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেন, ‘দেশের সমস্ত কোম্পানিকে আইন মানতেই হবে। এখানে ইচ্ছা-অনিচ্ছার কোনও ব্যাপার নেই’। পেটিএমের বিরুদ্ধে রিজার্ভ ব্যাঙ্কের কড়া পদক্ষেপ অন্যান্য ফিনটেক কোম্পানিগুলির কাছেও বার্তা বলে মনে করছেন অনেকে।
অন্য দিকে, রিজার্ভ ব্যাঙ্কের সিদ্ধান্তের পরই ১ ফেব্রুয়ারি পেটিএমের শেয়ারে ২০ শতাংশ পতন হয়। একদিনে কোম্পানির শেয়ারের দাম ৭৬১ টাকা থেকে ৬০৮.৮০ টাকায় নেমে আসে। এরপর থেকে পেটিএমের শেয়ার কখনও উঠেছে, কখনও পড়েছে। একসময় দাম ৩১৮.৩৫ টাকায় নেমে গিয়েছিল।
advertisement
এই পরিস্থিতিতে অনেক বিনিয়োগকারীই জানতে চাইছেন, পেটিএমের শেয়ার করা উচিত হবে কি না। একমাস আগে ১৫ জনের মধ্যে ১১ জন বাজার বিশ্লেষকই পেটিএমের শেয়ার কেনার পরামর্শ দিয়েছিলেন। এর মধ্যে ৬ জন অবিলম্বে কেনার সুপারিশ করেছিলেন। আর ৫ জন ধরে রাখার কথা বলেছিলেন। কোনও বাজার বিশেষজ্ঞই সেই সময় বিক্রির পরামর্শ দেননি। কিন্তু এখন ১৪ জনের মধ্যে ৪ জন বিক্রি করে দেওয়ার পরামর্শ দিচ্ছেন। ২ জন সেল রেটিং দিয়েছেন, ২ জন হোল্ডের পরামর্শ দিয়েছেন, ৪ জন স্ট্রং বাই এবং একজন কেনার পরামর্শ দিয়েছেন।
advertisement
ব্রোকারেজ ফার্ম বার্নস্টেইন পেটিএমকে ‘আউটপারফর্ম’ রেটিং দিয়েছে। শেয়ারের লক্ষ্য মূল্য বাড়িয়ে ৬০০ টাকা করেছে। তাদের মতে, ‘রিজার্ভ ব্যাঙ্কের পদক্ষেপ আরবিআই পেমেন্টস ব্যাঙ্কের বিরুদ্ধে। পেটিএমে এর কোনও প্রভাব পড়বে না। এই দুটোর পার্থক্য বোঝা গুরুত্বপূর্ণ’। তবে কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যে আরও বড় পদক্ষেপের ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন অনেকেই।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
‘আইন মানতেই হবে’, Paytm নিয়ে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী, বড় পদক্ষেপের ইঙ্গিত?
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement