ট্রেনে কোথাও যাচ্ছেন? WhatsApp-এ একটা মেসেজ করে দিলেই চলে আসবে মনের মতো খাবার!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
এক নজরে দেখে নেওয়া যাক কীভাবে পাওয়া যাবে এই সুবিধা।
#কলকাতা: ট্রেনের খাবার, সত্যি বলতে কী, অনেকেরই মুখে তুলতে ইচ্ছা করে না। উপায় কী, চলন্ত ট্রেনে দূরপাল্লার যাত্রায় ওদের কাছ থেকে খাবার না কিনলেও চলে না। তবে সম্প্রতি WhatsApp নিয়ে এসেছে তাদের ইউজারদের জন্য আরও একটি নতুন সুবিধা। রেলযাত্রীদের জন্য এটা বড় একটি সুখবর। কারণ এখন থেকে ট্রেনে বসে WhatsApp ব্যবহার করে যাত্রীরা পেয়ে যাবেন নিজেদের মনের মতন খাবার।
ট্রেনের যাত্রীদের এখন ট্রেনের খাবার অথবা স্টেশনের খাবারের জন্য অপেক্ষা করে থাকতে হবে না। এখন থেকে ট্রেনে ভ্রমণ করার সময়ই যাত্রীরা নিজেদের স্মার্টফোন খুলে WhatsApp-এ একটি মেসেজ করলেই তাঁদের কাছে পৌঁছে যাবে তাঁদের পছন্দের খাবার। এক নজরে দেখে নেওয়া যাক কীভাবে পাওয়া যাবে এই সুবিধা।
advertisement
advertisement
জানা গিয়েছে যে এখন থেকে ট্রেনে বসে যাত্রীরা WhatsApp-এর মাধ্যমে পেয়ে যাবেন নিজেদের পছন্দের খাবার। নিজেদের স্মার্টফোনে WhatsApp-এ একটি মেসেজ করলেই পৌঁছে যাবে সেই খাবার। কিন্তু সেই খাবার পাওয়ার জন্য যাত্রীদের কয়েকটি সহজ পদ্ধতি ফলো করতে হবে। জানা গিয়েছে যে আইআরসিটিসি (IRCTC) এর জন্য চালু করেছে জুপ (Zoop) নামের একটি অ্যাপ। এই পরিষেবার জন্য তারা জিও হ্যাপটিকের (Jio Haptic) সঙ্গে যুক্ত হয়েছে। ট্রেনের যাত্রীদের WhatsApp-এর মাধ্যমে পছন্দের খাবার পাওয়ার জন্য কয়েকটি স্টেপ ফলো করতে হবে। এক নজরে দেখে নেওয়া যাক সেগুলো।
advertisement
পিএনআর-এর (PNR) ব্যবহার -
আইআরসিটিসি এবং জিও হ্যাপটিকের যৌথ উদ্যোগে চালু করা হয়েছে এই পরিষেবা। এই পরিষেবার মাধ্যমে ট্রেনের যাত্রীরা নিজেদের WhatsApp-এ জিভা (Ziva) নামের একটি নতুন চ্যাটবটের মাধ্যমে মেসেজ করতে পারবেন। নতুন এই চ্যাটবটের মাধ্যমে ট্রেনের যাত্রীরা নিজেদের পছন্দের খাবার মেসেজ করতে পারবেন। কিন্তু সেই খাবার অর্ডার করার সময় ট্রেনের যাত্রীদের নিজেদের পিএনআর নম্বর ব্যবহার করতে হবে। নিজেদের পিএনআর নম্বর ব্যবহার করে ট্রেনের যাত্রীরা নিজেদের পছন্দের খাবার অর্ডার করতে পারবেন WhatsApp-এর সেই চ্যাটবটের মাধ্যমে। এরপর যাত্রীদের নির্দিষ্ট সিটে সরবরাহ করা হবে তাঁদের পছন্দের খাবার।
advertisement
এই পরিষেবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল ট্রেনের যাত্রীদের খাবার অর্ডার করার জন্য অন্য কোনও অ্যাপ ডাউনলোড করতে হবে না। এছাড়াও WhatsApp-এর মাধ্যমে ট্রেনের যাত্রীদের অন্য কোনও লিঙ্ক খুলতে হবে না নিজেদের মোবাইলে। যাত্রীদের শুধু WhatsApp-এ গিয়ে জিভা চ্যাটবটে নিজেদের পছন্দের খাবার অর্ডার করতে হবে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 30, 2022 7:25 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ট্রেনে কোথাও যাচ্ছেন? WhatsApp-এ একটা মেসেজ করে দিলেই চলে আসবে মনের মতো খাবার!