EPF: লাগবে না নিয়োগকর্তার অনুমতি! ইপিএফ অ্যাকাউন্টের তথ্য আপডেট করতে পারবেন কর্মী নিজেই

Last Updated:

ইপিএফও-এর তরফে জানানো হয়েছে, নতুন এই ব্যবস্থায় কাজ আরও দ্রুত এবং স্বচ্ছ হবে। কর্মীকে কোনও ঝামেলা পোহাতে হবে না।

News18
News18
আর নিয়োগকর্তার অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। এখন থেকে কর্মী নিজেই ইপিএফ অ্যাকাউন্টের তথ্য আপডেট করতে পারবেন। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও-এর তরফে এমনটাই জানানো হয়েছে।
নিয়ম অনুযায়ী, ইপিএফ অ্যাকাউন্টের তথ্য আপডেটের জন্য ইউএএন নম্বরের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকা বাধ্যতামূলক। তবেই কোনও নথি আপলোড ছাড়াই কর্মী তাঁর প্রোফাইল আপডেট করার সুযোগ পাবেন। প্রসঙ্গত, আগে ইপিএফ প্রোফাইল আপডেটের জন্য নিয়োগকর্তার অনুমতি নিতে হত। এর জন্য সময় লাগত প্রায় ২৮ থেকে ৩০ দিন। নতুন নিয়মে তথ্য আপডেটের প্রক্রিয়া সহজ হবে। পাশাপাশি সময়ও বাঁচবে।
advertisement
আরও  পড়ুন : আগামী তিন দিনে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে, উষ্ণতায় কাটবে ইদের দিনও
জানা গিয়েছে, আধার কার্ডের সঙ্গে ভেরিফায়েড ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বরের লিঙ্ক করা থাকলে কর্মী তাঁর নাম, জন্মতারিখ, লিঙ্গ, জাতীয়তা, পিতামাতার নাম, বৈবাহিক অবস্থা, জীবনসঙ্গীর নাম, চাকরিতে যোগদানের তারিখ, চাকরি ছাড়ার তারিখের মতো তথ্য নিজেই আপডেট করতে পারবেন।তবে যে সব কর্মীর ইউএএন নম্বর ২০১৭ সালের ১ অক্টোবরের আগে ইস্যু করা হয়েছে, তাঁরা নিজের প্রোফাইল আপডেট করতে পারবেন না। নিয়োগকর্তার অনুমতি নিতে হবে। পাশাপাশি ইপিএফ সংক্রান্ত বিলম্ব এড়াতে ইপিএফ অ্যাকাউন্টের সঙ্গে আধার ও প্যান কার্ড লিঙ্ক করার পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
advertisement
ইপিএফও-এর নতুন নিয়মে কোটি কোটি ইপিএফ সদস্য উপকৃত হবেন। সংস্থার মতে, তথ্য পরিবর্তন সংক্রান্ত যত আবেদন জমা পড়ে তার ৪৫ শতাংশ এখন থেকে কর্মীরা নিজেরাই ঠিক করে নিতে পারবেন। এর ফলে সঠিক তথ্য পাওয়া যাবে, ভুল কমবে, ইপিএফ সদস্যরাও দ্রুত এবং সহজে অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবেন।
অনলাইনে ইপিএফ প্রোফাইল আপডেটের পদ্ধতি:
ধাপ ১ – ইপিএফও-এর অফিসিয়াল ওয়েবসাইট (www.epfindia.gov.in)-এ গিয়ে Unified Member Portal খুলতে হবে।
advertisement
ধাপ ২ – ইউএএন, পাসওয়ার্ড ও ক্যাপচা দিয়ে লগ ইন করতে হবে।
ধাপ ৩ – এরপর উপরের মেনু থেকে সিলেক্ট করতে হবে ‘Manage’ অপশন।
ধাপ ৪ – ‘Modify Basic Details’ অপশনে ক্লিক করতে হবে।
ধাপ ৫ – এবার আধার কার্ড অনুযায়ী সঠিক তথ্য আপডেট করার পর ক্লিক করতে হবে সাবমিট অপশনে।
advertisement
ধাপ ৬ – ‘Track Request’ অপশনে গিয়ে আপডেটের স্ট্যাটাস দেখতে পারবেন কর্মী।
ইপিএফও-এর তরফে জানানো হয়েছে, নতুন এই ব্যবস্থায় কাজ আরও দ্রুত এবং স্বচ্ছ হবে। কর্মীকে কোনও ঝামেলা পোহাতে হবে না।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
EPF: লাগবে না নিয়োগকর্তার অনুমতি! ইপিএফ অ্যাকাউন্টের তথ্য আপডেট করতে পারবেন কর্মী নিজেই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement