দু’চাকা তো বটেই, উৎসবের মরশুমে প্যাসেঞ্জার গাড়ির বিক্রিও বাড়বে! পাল্লা দিয়ে বাড়বে কি দামও?

Last Updated:

ইউটিলিটি গাড়ির চাহিদা অগাস্ট মাসে ২০ শতাংশ বেড়ে ১৩৫৪৯৭ অঙ্কে পৌঁছে গিয়েছে। এক বছর আগে এই মাসেই এই সংখ্যাটা ছিল ১১২৮৬৩।

#কলকাতা: সেমিকন্ডাক্টর সাপ্লাইয়ের উন্নতি এবং আসন্ন উৎসবের মরশুমের জন্য অগাস্ট মাসে ভারতের প্যাসেঞ্জার গাড়ির বিক্রি এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। ভারতে কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে উৎসবের মরশুম। এর জন্য ভারতে প্যাসেঞ্জার গাড়ির বিক্রি ২১ শতাংশ বেড়ে গিয়েছে। গাড়ি তৈরি করার কোম্পানির সংগঠন সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার সম্প্রতি এই তথ্য জানিয়েছে। সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারারের তথ্য অনুযায়ী বিগত মাসে গাড়ির ডিলারদের ২৮১২১০ যাত্রী গাড়ি সাপ্লাই করা হয়েছিল। ২০২১ সালের অগাস্ট মাসে এর সংখ্যা ছিল ২৩২২২৪। তারা জানিয়েছে যে, যাত্রী গাড়ির বিক্রি বিগত মাসের থেকে ২৩ শতাংশ বেড়ে ১৩৩৪৭৭ অঙ্কে পৌঁছে গিয়েছে। এক বছর আগেই এর সংখ্যা ছিল ১০৮৫০৮।
টু হুইলার গাড়ির চাহিদা বেড়েছে -
ইউটিলিটি গাড়ির চাহিদা অগাস্ট মাসে ২০ শতাংশ বেড়ে ১৩৫৪৯৭ অঙ্কে পৌঁছে গিয়েছে। এক বছর আগে এই মাসেই এই সংখ্যাটা ছিল ১১২৮৬৩। একই ভাবে বিগত মাসে দুই চাকার গাড়ির মোট বিক্রি ১৬ শতাংশ বেড়ে ১৫৫৭৪২৯ অঙ্কে পৌঁছে গিয়েছে। ২০২১ সালের অগাস্ট মাসে এই সংখ্যাটা ছিল ১৩৩৮৭৪০। বিগত মাসে মোটরসাইকেলের মোট বিক্রি ২৩ শতাংশ বেড়ে ১০১৬৭৯৪ অঙ্কে পৌঁছে গিয়েছে। বিগত বছরের অগাস্ট মাসে এই সংখ্যাটা ছিল ৮২৫৮৪৯।
advertisement
advertisement
সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার জানিয়েছে যে, বিগত মাসে স্কুটারের বিক্রি ১০ শতাংশ বেড়ে ৫০৪১৪৬ অঙ্কে পৌঁছে গিয়েছে। ২০২১ সালের অগাস্ট মাসে এই সংখ্যা ছিল ৪৬০২৮৪। সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারারের রিপোর্ট অনুযায়ী এই বছর আগস্ট মাসে সকল সেগমেন্টের বিক্রি ১৮ শতাংশ বেড়ে ১৮৭৭০৭২ অঙ্কে পৌঁছেছে। বিগত বছরের অগাস্ট মাসে এই সংখ্যাটা ছিল ১৫৯৪৫৭৩।
advertisement
উৎসবের মরশুমে আরও বাড়বে চাহিদা -
সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারারের তরফে জানানো হয়েছে যে, সেমিকন্ডাকটরের উন্নতি এবং উৎসবের মরশুমের জন্য ভারতে গাড়ির চাহিদা আরও বাড়তে চলেছে। সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারারের তরফে রাজেশ মেনন জানিয়েছেন যে, আগামী ত্রৈমাসিকে যাত্রী গাড়ির বিক্রির সংখ্যা অনেকটা বেড়ে যাবে। এর জন্য সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার সাপ্লাই চেনের ওপর বিশেষ নজর দিয়েছে। ভারতের গাড়ির বাজার আবার ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে চলেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
দু’চাকা তো বটেই, উৎসবের মরশুমে প্যাসেঞ্জার গাড়ির বিক্রিও বাড়বে! পাল্লা দিয়ে বাড়বে কি দামও?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement