Money Making Tips: ঘরের পাশে জমিতে ভুট্টা চাষ! স্বনির্ভরতার পথে সন্দেশখালির মহিলারা
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
স্থানীয় মহিলাদের অনেকেরই নিয়মিত কর্মসংস্থানের সুযোগ না থাকায়, ঘরের পাশের অল্প জমি বা বাড়ির পিছনের খালি জায়গায় ভুট্টা চাষকে উৎসাহ দিচ্ছে কৃষি দফতর। আধুনিক কৃষি প্রযুক্তি , বীজ বপনের পদ্ধতি, সার ব্যবহারের নির্দেশ— সবই দেওয়া হচ্ছে
সন্দেশখালি : সুন্দরবনের মহিলাদের ভুট্টা চাষে স্বনির্ভরতার পথে নতুন উদ্যোগ। উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালিতে গ্রামীণ মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে বিশেষ উদ্যোগ নিল কৃষি দফতর। এলাকার প্রায় ৪০-৫০ জন মহিলা চাষিদের হাতে তুলে দেওয়া হয়েছে উন্নত মানের ভুট্টার বীজ। পরিবারের সামান্য জমিকে কাজে লাগিয়ে যাতে মহিলারা নিজস্ব আয়ের রাস্তা তৈরি করতে পারেন, সেই লক্ষ্যেই এই প্রকল্প শুরু হয়েছে।
স্থানীয় মহিলাদের অনেকেরই নিয়মিত কর্মসংস্থানের সুযোগ না থাকায়, ঘরের পাশের অল্প জমি বা বাড়ির পিছনের খালি জায়গায় ভুট্টা চাষকে উৎসাহ দিচ্ছে কৃষি দফতর। আধুনিক কৃষি প্রযুক্তি , বীজ বপনের পদ্ধতি, সার ব্যবহারের নির্দেশ— সবই দেওয়া হচ্ছে প্রশিক্ষণের মাধ্যমে। ফলে নতুন চাষিরা সহজেই চাষের খুঁটিনাটি শিখে আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নামতে পারছেন।
advertisement
advertisement
ভুট্টা চাষ কম খরচে ভাল ফলন দেয়— এই তথ্যকে সামনে রেখে দফতরের দাবি, মহিলারা স্বল্প বিনিয়োগে ভাল লাভ তুলতে পারবেন। উৎপাদিত ভুট্টা এলাকার বাজারে বিক্রি করে পরিবারে বাড়তি আয় আনতে পারবেন তারা। একই সঙ্গে কৃষির সঙ্গে নারীশক্তির সরাসরি যুক্ত হওয়া সমাজে ইতিবাচক পরিবর্তনও আনবে বলে মনে করছে প্রশাসন।
advertisement
সন্দেশখালির এই উদ্যোগ গ্রামীণ মহিলাদের হাতে যেন নতুন সম্ভাবনার আলো দেখাচ্ছে। ভবিষ্যতে আরও বহু জনকে এই প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা করছে কৃষি দফতর, যাতে সুন্দরবনের মহিলারা নিজের পায়ে দাঁড়িয়ে সত্যিকারের স্বনির্ভর হয়ে ওঠেন।
advertisement
জুলফিকার মোল্যা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
November 27, 2025 4:40 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Money Making Tips: ঘরের পাশে জমিতে ভুট্টা চাষ! স্বনির্ভরতার পথে সন্দেশখালির মহিলারা
