Marigold Farming: ড্রাগন ফল নয়, বসিরহাটে এখন চর্চায় ‘ড্রাগন গাঁদা’! নতুন ভ্যারাইটিতে মুগ্ধ ফুলপ্রেমীরা

Last Updated:

বসিরহাটের নার্সারিতে এবার নতুন চমক 'ড্রাগন গাঁদা'। সাধারণ গাঁদার তুলনায় এই ফুলের আকার অনেক বড় এবং একটি গাছে প্রচুর ফুল ফোটে। শীতের মরসুমে ফুলপ্রেমীদের কাছে এটি নতুন আকর্ষণ

+
ড্রাগন

ড্রাগন গাঁদার চারা

বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: ড্রাগন ফল নয়, বসিরহাটে এখন চর্চায় ‘ড্রাগন গাঁদা’ নতুন ভ্যারাইটিতে মুগ্ধ ফুলপ্রেমীরা। ড্রাগন ফলের নাম সকলেরই চেনা। তবে ফল নয়, এবার বসিরহাটের বাজারে আসর জমিয়েছে একেবারে নতুন প্রজাতির ফুল ড্রাগন গাঁদা’। শীতের মরসুমে যখন নার্সারিগুলো ফুলপ্রেমীদের ভিড়ে রঙিন হয়ে ওঠে, ঠিক তখনই বসিরহাটের বিভিন্ন নার্সারিতে চমক হিসেবে হাজির হয়েছে এই নতুন ভ্যারাইটি।
ঘোড়ারসের এসকে গ্রীন নার্সারির উদ্যোক্তা শাহাবুদ্দিন জানান, এই গাঁদা ফুলটি এলাকার জন্য একেবারে নতুন। এর বিশেষত্ব ফুলের আকার অনেক বড়, আর একেকটি গাছে ফুল ফোটে প্রচুর পরিমাণে। ফলে সাধারণ গাঁদার তুলনায় ড্রাগন গাঁদা দেখতেই আলাদা, আর সেই কারণেই ক্রেতাদের আগ্রহও বেড়েছে বহুগুণে। শাহাবুদ্দিনের কথায়, এই গাছের আরেকটি বাড়তি সুবিধা হলগাছটি বেশি বড় হয় না, অর্থাৎ কম উচ্চতার মধ্যেই গাছে টইটম্বুর ফুল ধরে। ফলে ঘর সাজান, বাগান সাজান কিংবা টবে রাখার জন্যও এটি আদর্শ পছন্দ হয়ে উঠছে।
advertisement
আরও পড়ুন: হবে বড়সড় সংস্কারের কাজ, মহা গুরুত্বপূর্ণ সোদপুর ব্রিজ তাই থাকবে বন্ধ, কোন রুট দিয়ে গাড়ি চলাচল করবে রইল আপডেট
শীতকাল মানেই ফুলের মৌসুম। আর সেই সময় নার্সারিতে যে অতিরিক্ত ভিড় দেখা যায়, সেখানে ড্রাগন গাঁদা ইতিমধ্যে আলাদা জায়গা দখল করে ফেলেছে। উদ্যোক্তা জানান, তিনি মোট প্রায় ৪০ হাজার চারা তৈরি করেছিলেন, যার মধ্যে ৩৬ হাজারই ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। নতুন ভ্যারাইটির চাহিদা দেখে বাড়ছে আশাবাদ। বসিরহাটের ফুলপ্রেমীদের কাছে ড্রাগন গাঁদা এখন শীতের মরসুমের নতুন আকর্ষণ— রঙের ছটায় যেটি ইতিমধ্যেই নজর কেড়েছে সকলের।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Marigold Farming: ড্রাগন ফল নয়, বসিরহাটে এখন চর্চায় ‘ড্রাগন গাঁদা’! নতুন ভ্যারাইটিতে মুগ্ধ ফুলপ্রেমীরা
Next Article
advertisement
Hong Kong Fire: হংকংয়ে ভয়াবহ আগুনের গ্রাসে ৮টি আবাসিক বহুতল, মৃত ১৩! ভিতরে আটকে থাকতে পারেন কয়েকশো বাসিন্দা
হংকংয়ে ভয়াবহ আগুনের গ্রাসে ৮টি আবাসিক বহুতল, মৃত ১৩! কয়েকশো মানুষের আটকে থাকার আশঙ্কা
  • হংকংয়ের আটটি বহুতলে ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৩!

  • বহুতলের ভিতরে আটকে থাকতে পারেন বহু বাসিন্দা৷

  • ৪৮০০ বাসিন্দার মধ্যে উদ্ধার ৭০০ জন৷

VIEW MORE
advertisement
advertisement