Road Closed: হবে বড়সড় সংস্কারের কাজ, মহা গুরুত্বপূর্ণ সোদপুর ব্রিজ তাই থাকবে বন্ধ, কোন রুট দিয়ে গাড়ি চলাচল করবে রইল আপডেট

Last Updated:
Road Closed: আগামী কয়েক সপ্তাহের জন্য সোদপুরের গুরুত্বপূর্ণ রেল ওভারব্রিজ বন্ধ থাকবে এই পথে, বিকল্প পথ না জানলেই হতে হবে হয়রানির শিকার! 
1/5
উত্তর ২৪ পরগনা: আজ থেকেই সোদপুর রেল ওভারব্রিজ সংরক্ষণের জন্য করা হবে যান নিয়ন্ত্রণ, আর তাই গুরুত্বপূর্ণ এই রাস্তা ব্যবহার করে যাতায়াতের আগে তথ্য না জানলেই পড়তে হবে চরম সমস্যায়। জানা গিয়েছে, ব্যারাকপুর কমিশনারেট এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ পথ সোদপুর রেলওভার ব্রিজে(আরওবি) তে শুরু হচ্ছে বড় ধরনের সংস্কারের কাজ। আর তাই ২৫ নভেম্বর থেকে কয়েক সপ্তাহের জন্য ব্রিজে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে কমিশনারেট এর তরফে জানানো হয়েছে।
উত্তর ২৪ পরগনা: আজ থেকেই সোদপুর রেল ওভারব্রিজ সংরক্ষণের জন্য করা হবে যান নিয়ন্ত্রণ, আর তাই গুরুত্বপূর্ণ এই রাস্তা ব্যবহার করে যাতায়াতের আগে তথ্য না জানলেই পড়তে হবে চরম সমস্যায়। জানা গিয়েছে, ব্যারাকপুর কমিশনারেট এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ পথ সোদপুর রেলওভার ব্রিজে(আরওবি) তে শুরু হচ্ছে বড় ধরনের সংস্কারের কাজ। আর তাই ২৫ নভেম্বর থেকে কয়েক সপ্তাহের জন্য ব্রিজে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে কমিশনারেট এর তরফে জানানো হয়েছে।
advertisement
2/5
ফলে একমুখী যান চলাচল করানো হবে ওই ব্রিজ দিয়ে। নতুন নিয়ম অনুযায়ী, মধ্যমগ্রামের দিক থেকে ব্রিজ পেরিয়ে সোদপুরের বি টি রোডে নামা যাবে। তবে উলটোমুখে- অর্থাৎ সোদপুর মোড় থেকে ব্রিজ পেরিয়ে মধ্যমগ্রামগামী যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
ফলে একমুখী যান চলাচল করানো হবে ওই ব্রিজ দিয়ে। নতুন নিয়ম অনুযায়ী, মধ্যমগ্রামের দিক থেকে ব্রিজ পেরিয়ে সোদপুরের বি টি রোডে নামা যাবে। তবে উলটোমুখে- অর্থাৎ সোদপুর মোড় থেকে ব্রিজ পেরিয়ে মধ্যমগ্রামগামী যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
advertisement
3/5
এর পরিবর্তে সমস্ত প্রকার যানবাহনকে বি টি রোডের গীর্জা মোড় থেকে আট নম্বর রেলগেট পেরিয়ে রাসমণি মোড় হয়ে ডানদিকে কেয়া মোড়, অ্যাপেলো ফার্মেসি এবং অমরাবতী হয়ে মধ্যমগ্রাম রোড ধরতে হবে। যানজট এড়াতে গীর্জা মোড় থেকে আট নম্বর রেলগেট হয়ে রাসমণি মোড়মুখী রাস্তা আগামী কয়েক সপ্তাহ একমুখী রাখা হবে। বিপরীত দিকে- রাসমণি মোড় থেকে গীর্জা মোড়ের পথে- গাড়ি চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে ইতিমধ্যেই প্রচার করা হয়েছে কমিশনারেটের তরফে।
এর পরিবর্তে সমস্ত প্রকার যানবাহনকে বি টি রোডের গীর্জা মোড় থেকে আট নম্বর রেলগেট পেরিয়ে রাসমণি মোড় হয়ে ডানদিকে কেয়া মোড়, অ্যাপেলো ফার্মেসি এবং অমরাবতী হয়ে মধ্যমগ্রাম রোড ধরতে হবে। যানজট এড়াতে গীর্জা মোড় থেকে আট নম্বর রেলগেট হয়ে রাসমণি মোড়মুখী রাস্তা আগামী কয়েক সপ্তাহ একমুখী রাখা হবে। বিপরীত দিকে- রাসমণি মোড় থেকে গীর্জা মোড়ের পথে- গাড়ি চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে ইতিমধ্যেই প্রচার করা হয়েছে কমিশনারেটের তরফে।
advertisement
4/5
সংস্কারের কাজ চলাকালীন সাময়িক অসুবিধার জন্য অগ্রিম দুঃখপ্রকাশও করা হয়েছে ট্রাফিক বিভাগের তরফে। পাশাপাশি পথ নিরাপত্তার স্বার্থে চালক ও যাত্রীদের সহযোগিতাও কামনা করেছে তারা। সব মিলিয়ে গুরুত্বপূর্ণ এই ওভারব্রিজ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় সংস্কারের প্রয়োজন ছিল বলেই মনে করছেন পথ চলতি মানুষজন।
সংস্কারের কাজ চলাকালীন সাময়িক অসুবিধার জন্য অগ্রিম দুঃখপ্রকাশও করা হয়েছে ট্রাফিক বিভাগের তরফে। পাশাপাশি পথ নিরাপত্তার স্বার্থে চালক ও যাত্রীদের সহযোগিতাও কামনা করেছে তারা। সব মিলিয়ে গুরুত্বপূর্ণ এই ওভারব্রিজ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় সংস্কারের প্রয়োজন ছিল বলেই মনে করছেন পথ চলতি মানুষজন।
advertisement
5/5
সেই জায়গায় দাঁড়িয়ে সংস্কার হলে গুরুত্বপূর্ণ এই ব্রিজ আবারও স্বাভাবিক ছন্দেই খুলে দেওয়া হবে যানবাহন চলাচলের জন্য। তাই অল্পদিনের জন্য এই সমস্যা কিছুটা হলেও মেনে নিতে প্রস্তুত নাগরিকরা।  Input- Rudra Narayan Roy
সেই জায়গায় দাঁড়িয়ে সংস্কার হলে গুরুত্বপূর্ণ এই ব্রিজ আবারও স্বাভাবিক ছন্দেই খুলে দেওয়া হবে যানবাহন চলাচলের জন্য। তাই অল্পদিনের জন্য এই সমস্যা কিছুটা হলেও মেনে নিতে প্রস্তুত নাগরিকরা।  Input- Rudra Narayan Roy
advertisement
advertisement
advertisement