Union Budget 2023: 'আমিও মধ্য়বিত্ত, তাই চাপটা বুঝি!' বাজেটের আগে আশ্বস্ত করলেন সীতারমণ

Last Updated:

প্রতি বছরই বাজেট পেশের দিন যত এগিয়ে আসে, আশা-নিরাশার দোলাচলে থাকেন মধ্য়বিত্তরা।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
প্রতি বছরই বাজেট পেশের দিন যত এগিয়ে আসে, আশা-নিরাশার দোলাচলে থাকেন মধ্য়বিত্তরা। বাজেটে নতুন করে করের বোঝা চাপবে কি না, নিত্য় নৈমিত্তিক জিনিসের দাম বেড়ে সাংসারিক খরচ বাড়বে কি না, এসব নিয়েই চর্চা শুরু হয়। নতুন কিছু সুবিধা পাওয়ার আশায় অর্থমন্ত্রীর দিকেই তাকিয়ে থাকেন মধ্য়বিত্তরা। এই প্রসঙ্গেই কথা বলতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী দাবি করেছেন, কেন্দ্রীয় সরকার মধ্য়বিত্তের উপরে নতুন করে কোনও কর চাপায়নি। আরএসএস প্রভাবিত সাপ্তাহিক ম্য়াগাজিন পাঞ্চজন্য় আয়োজিত একটি অনুষ্ঠানে এই মন্তব্য় করেন নির্মলা সীতারমণ।
advertisement
advertisement
অর্থমন্ত্রীকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই লিখেছে, 'আমি নিজেও একটি মধ্য়বিত্ত পরিবারে মানুষ হয়েছি। তাই আমি মধ্য়বিত্ত পরিবারের চাপ খুব ভাল ভাবে বুঝি। এখনও নিজেকে একজন মধ্য়বিত্ত বলেই মনে করি আমি।' সীতারমণ মনে করিয়ে দিয়েছেন, বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত আয় এমন কাউকেই কর দিতে হয় না। এই শ্রেণির মানুষের উপরে নতুন করে কোনও করও চাপায়নি সরকার।
advertisement
বরং অর্থমন্ত্রী দাবি করেছেন, কেন্দ্রীয় সরকার দেশের ২৭টি শহরে মেট্রো রেল পরিষেবা তৈরি করছে। জীবনযাপনের মান উন্নত করতে একশোটি শহরকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলা হচ্ছে।
সীতারমণ আরও বলেন, 'আমি মানুষের সমস্য়াগুলিকে চিহ্নিত করতে পারছি। সরকার মানুষের জন্য় যথেষ্ট করছে এবং করতে থাকবেও।'
advertisement
অর্থমন্ত্রী আরও দাবি করেন, ২০২০ সাল থেকে প্রতি বছর বাজেটে মূলধনী খাতে খরচ বরাদ্দ বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি কৃষকদের আয় দ্বিগুন করতেও একাধিক পদক্ষেপ করা হয়েছে। সাধারণ মানুষ এবং কৃষকদের জন্য় বিনামূল্য়ে একাধিক সুযোগ সুবিধা এবং প্রকল্প আনা হয়েছে। তবে সীতারমণ মনে করিয়ে দিয়েছেন, সরকারের আর্থিক অবস্থা কেমন, সেকথা মাথায় রেখেই বিনামূল্য়ের প্রকল্প চালু করা হয়।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2023: 'আমিও মধ্য়বিত্ত, তাই চাপটা বুঝি!' বাজেটের আগে আশ্বস্ত করলেন সীতারমণ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement