Union Budget 2023: 'আমিও মধ্য়বিত্ত, তাই চাপটা বুঝি!' বাজেটের আগে আশ্বস্ত করলেন সীতারমণ
- Published by:Debamoy Ghosh
Last Updated:
প্রতি বছরই বাজেট পেশের দিন যত এগিয়ে আসে, আশা-নিরাশার দোলাচলে থাকেন মধ্য়বিত্তরা।
প্রতি বছরই বাজেট পেশের দিন যত এগিয়ে আসে, আশা-নিরাশার দোলাচলে থাকেন মধ্য়বিত্তরা। বাজেটে নতুন করে করের বোঝা চাপবে কি না, নিত্য় নৈমিত্তিক জিনিসের দাম বেড়ে সাংসারিক খরচ বাড়বে কি না, এসব নিয়েই চর্চা শুরু হয়। নতুন কিছু সুবিধা পাওয়ার আশায় অর্থমন্ত্রীর দিকেই তাকিয়ে থাকেন মধ্য়বিত্তরা। এই প্রসঙ্গেই কথা বলতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী দাবি করেছেন, কেন্দ্রীয় সরকার মধ্য়বিত্তের উপরে নতুন করে কোনও কর চাপায়নি। আরএসএস প্রভাবিত সাপ্তাহিক ম্য়াগাজিন পাঞ্চজন্য় আয়োজিত একটি অনুষ্ঠানে এই মন্তব্য় করেন নির্মলা সীতারমণ।
advertisement
advertisement
অর্থমন্ত্রীকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই লিখেছে, 'আমি নিজেও একটি মধ্য়বিত্ত পরিবারে মানুষ হয়েছি। তাই আমি মধ্য়বিত্ত পরিবারের চাপ খুব ভাল ভাবে বুঝি। এখনও নিজেকে একজন মধ্য়বিত্ত বলেই মনে করি আমি।' সীতারমণ মনে করিয়ে দিয়েছেন, বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত আয় এমন কাউকেই কর দিতে হয় না। এই শ্রেণির মানুষের উপরে নতুন করে কোনও করও চাপায়নি সরকার।
advertisement
বরং অর্থমন্ত্রী দাবি করেছেন, কেন্দ্রীয় সরকার দেশের ২৭টি শহরে মেট্রো রেল পরিষেবা তৈরি করছে। জীবনযাপনের মান উন্নত করতে একশোটি শহরকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলা হচ্ছে।
সীতারমণ আরও বলেন, 'আমি মানুষের সমস্য়াগুলিকে চিহ্নিত করতে পারছি। সরকার মানুষের জন্য় যথেষ্ট করছে এবং করতে থাকবেও।'
advertisement
অর্থমন্ত্রী আরও দাবি করেন, ২০২০ সাল থেকে প্রতি বছর বাজেটে মূলধনী খাতে খরচ বরাদ্দ বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি কৃষকদের আয় দ্বিগুন করতেও একাধিক পদক্ষেপ করা হয়েছে। সাধারণ মানুষ এবং কৃষকদের জন্য় বিনামূল্য়ে একাধিক সুযোগ সুবিধা এবং প্রকল্প আনা হয়েছে। তবে সীতারমণ মনে করিয়ে দিয়েছেন, সরকারের আর্থিক অবস্থা কেমন, সেকথা মাথায় রেখেই বিনামূল্য়ের প্রকল্প চালু করা হয়।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Other India
First Published :
January 16, 2023 5:53 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2023: 'আমিও মধ্য়বিত্ত, তাই চাপটা বুঝি!' বাজেটের আগে আশ্বস্ত করলেন সীতারমণ