Multibagger Stock: আগামী এক বছরে এই ৪টি স্টকে ৩৮% রিটার্ন! মালামাল হওয়া সময়ের অপেক্ষা?
Last Updated:
Multibagger Stock: শেয়ারের বাজারের এই পরিস্থিতিতে সর্বোচ্চ রিটার্ন পেটে বিনিয়োগকারীদের কোন কোন শেয়ারগুলিতে বিনিয়োগ করা উচিত?
#নয়াদিল্লি: গত তিন ধরে শেয়ার বাজারের সূচক উপরের দিকে রয়েছে। শুক্রবার পর্যন্ত স্টক মার্কেটে লাভ পেয়েছেন বিনিয়োগকারীরা। ৩০ শেয়ারের বিএসই সেনসেক্স ৭১২,৪৬ পয়েন্ট বা ১.২৫ শতাংশ বৃদ্ধি পেয়ে দিনের সর্বোচ্চ অর্থাৎ ৫৭,৫৭০.২৫ পয়েন্টে বন্ধ হয়েছে। নিফটি ২২৮.৬৫ পয়েন্ট বা ১.৩৫ শতাংশ বেড়ে ১৭,১৫৮.২৫ পয়েন্টে শেষ হয়েছে।
এর ফলে ডোমেস্টিক মার্কেটে ডলারের সাপেক্ষে ভারতীয় মুদ্রা শক্তিশালী হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে। ডলারের বিপরীতে ভারতীয় রুপি প্রায় ৪৩ পয়সা বেড়েছে।
বিভিন্ন সেক্টরগুলির মধ্যে নিফটি পিএসইউ ব্যাঙ্ক বাদে সমস্ত সেক্টরেই বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। নিফটি মেটালস সূচক ৩.৯৬ শতাংশ, আইটি সূচক ১.৭ শতাংশ এবং অটো সেক্টর ১.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিএসইতে মেটাল সেক্টরের সূচক ৪.৫৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিএসই এনার্জি সেক্টর ২.৪ শতাংশ বেড়েছে এবং ওয়েল অ্যান্ড গ্যাস সূচক ২.২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে বিএসই মিডক্যাপ ইনডেক্স ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং বিএসই স্মলক্যাপ সূচক ১.৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
advertisement
advertisement
শেয়ারের বাজারের এই পরিস্থিতিতে সর্বোচ্চ রিটার্ন পেটে বিনিয়োগকারীদের কোন কোন শেয়ারগুলিতে বিনিয়োগ করা উচিত?
এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank)
সিএমপি ১,৪০৪ টাকা । লক্ষ্য ১,৮৫০ টাকা । সময়কাল: ৬-১২ মাস
আরও পড়ুন: ATM Card: এটিএম কার্ড থাকলেই গ্রাহকরা পেয়ে যাবেন ৫ লক্ষ টাকার বিমা! দাবি করার বিস্তারিত উপায় জানুন
এইচডিএফসি এবং এইচডিএফসি ব্যাঙ্কের মেগা-একত্রীকরণ সমস্ত বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত লাভজনক হতে পারে। একদিকে এইচডিএফসি স্বল্প-মূল্যের তহবিল থেকে লাভ করবে এবং অন্য দিকে এইচডিএফসি ব্যাঙ্ক মর্টগেজ ফিনান্স থেকে রিটার্ন পাবে। দুই মিলে লগ্নিকারিরা এই স্টকে দুর্দান্ত রিটার্ন পাবে।
advertisement
মারুতি (MARUTI)
সিএমপি ৮,৬৫০ টাকা । লক্ষ্য ১০,৫০০ টাকা । সময়কাল: ৬-১২ মাস
মারুতির ইলেকট্রিক যানবাহনের বাজারে পদার্পণের কারণে এই স্টকটি খুবই লাভজনক প্রমাণিত হতে পারে। ধীরে ধীরে মানুষের ইলেকট্রিক ভেহিকেলের প্রতি চাহিদা বাড়ছে যার ফলে অনুমান করা হচ্ছে আগামী দিনে মারুতির ব্যবসা আরও বেশি বিস্তৃত হবে।
আইটিসি (ITC)
advertisement
সিএমপি ৩০৪ টাকা । লক্ষ্য ৩৮০ টাকা । সময়কাল: ৬-১২ মাস
আইটিসি চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর সঞ্জীব পুরি সম্প্রতি ইঙ্গিত দিয়ে জানিয়েছেন যে কোম্পানির হোটেল ব্যবসা এবং আইটি ব্যবসাকে আলাদা করে দেওয়া হবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের ক্ষেত্রে কোম্পানির এই পদক্ষেপ লাভজনক হতে পারে।
আরও পড়ুন: 7th Pay Commission: DA Hike সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বিরাট খুশির খবর! বেতন বৃদ্ধির বিস্তারিত তথ্য
টাটা পাওয়ার (TATA POWER)
advertisement
সিএমপি ২১৯ টাকা । লক্ষ্য ৩০০ টাকা । সময়কাল: ৬-১২ মাস
এনার্জি সেক্টরে থার্মাল, হাইড্রো, সোলার এবং উইন্ড থেকে শুরু সবদিকেই টাটা পাওয়ারের ব্যবসা ছড়িয়ে রয়েছে। ক্রমবর্ধমান নগরায়নের কারণে আগামীতে পাওয়ারের চাহিদা আরও বৃদ্ধি পাবে যার লভ্যাংশ বিনিয়োগকারীরাও পাবেন।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 31, 2022 7:43 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Multibagger Stock: আগামী এক বছরে এই ৪টি স্টকে ৩৮% রিটার্ন! মালামাল হওয়া সময়ের অপেক্ষা?