News18.com-ই সেরা, দেশের বৃহত্তম News Aggregators-দের তালিকায় শীর্ষে
Last Updated:
Mobile Metrix India (Mobile Web)- রিপোর্ট অনুযায়ী নিউজ এগ্রিগেটর Dailyhunt এবং NDTV.com-কে অগাস্ট মাসে টপকে গেল News18.com
#কলকাতা: দুরন্ত গতিতেই এগিয়ে চলেছে News18.com ৷ দেশের অন্যতম সেরা এই খবরের ওয়েবসাইট ক্রমেই এখন ‘মার্কেট লিডার’-এ পরিণত হয়েছে ৷ রাজনীতি, ব্যবসা, খবর, খেলা, প্রযুক্তি, অটোমোবাইল এবং বিনোদন, সব বিভাগের সেরা খবরটাই আপনাদের সামনে তুলে ধরে News18 ৷ ComScore Mobile India (Mobile Web)-এর রিপোর্ট অনুযায়ী জুলাই-অগাস্ট ২০১৯-এ News18.com-এর Unique Visitor-এর সংখ্যা ১০৩.৭৪ মিলিয়ন ৷ যা অনায়াসেই টপকে গিয়েছে দেশের সবচেয়ে বড় নিউজ এগ্রিগেটর Dailyhunt (১০১.০৯ মিলিয়ন) এবং NDTV.com (৭৬.৩৭ মিলিয়ন)-কে ৷
মাত্র তিন বছর (এপ্রিল ২০১৬)-র কিছু বেশি সময় আগে পথ চলা শুরু হয় News18.com-এর ৷ অল্প এই কয়েকবছরের মধ্যেই গোটা দেশে সাড়া ফেলে দিতে সফল এই নিউজ ওয়েবসাইট ৷ মোট ১২টি ভাষায় রয়েছে News18 ৷ প্রতিটি ভাষাতেই সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছে News18-এর ওয়েবসাইটগুলি ৷ ডিজিটাল নিউজ পাবলিশার্সদের দুনিয়ায় অত্যন্ত পরিচিত নাম এখন ব্র্যান্ড News18 ৷ Network18-এর ডিজিটাল মাধ্যমের প্রেসিডেন্ট পুণিত সিংভি জানান, ‘‘দেশে ডিজিটাল কন্টেন্টের চাহিদা বাড়ছে ৷ আমরা অত্যন্ত গর্বিত যে News18.com এই ইন্ডাস্ট্রিতে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে ৷ আমরা ডিজিটাল নিউজে বাকিদের টেক্কা দিতে সফল ৷ রিপোর্টে যে নম্বর প্রকাশিত হয়েছে, তা আমাদের আত্মবিশ্বাস আরও বাড়াবে ৷ আশা করব, আগামী দিনেও ভারতীয় মিডিয়ায় Network18 এভাবেই ভাল কাজ করে চলবে ৷ ’’
advertisement
Get the best of News18 delivered to your inbox-subscribe to News18 Daybreak.
advertisement
Follow News18.com on Twitter, Instagram, Facebook, Telegram, TikTok and on YouTube, and stay in the know with what's happening in the world around you – in real time.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 26, 2019 12:32 PM IST