Rules Changes from March 2023: দাম বাড়বে কি গ্যাসের? ১লা মার্চ বদলে যাচ্ছে এই জরুরি নিয়মগুলি, এখনই জানুন
- Published by:Suvam Mukherjee
Last Updated:
New Rule change from 1st March 2023 (১লা মার্চ থেকে নতুন নিয়ম পরিবর্তন): মার্চ মাসে সোশ্যাল মিডিয়া, ব্যাঙ্ক লোন, এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম, ব্যাঙ্ক হলিডে সহ অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যাবে।
নয়া দিল্লি: আগামীকাল অর্থাৎ ১লা এপ্রিল থেকে অনেক নিয়ম পরিবর্তন হতে চলেছে। আর এই নিয়ম পরিবর্তনের জেরে সরাসরি সাধারণ মানুষের পকেটে প্রভাব ফেলবে। অনেক নতুন নিয়ম ১লা মার্চ থেকে প্রযোজ্য হবে। মার্চ মাসে সোশ্যাল মিডিয়া, ব্যাঙ্ক লোন, এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম, ব্যাঙ্ক হলিডে সহ অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যাবে। একই সঙ্গে ট্রেনের টাইম টেবিলেও পরিবর্তন দেখা যেতে পারে। জেনে নিন মার্চ মাসে কোন কোন নতুন নিয়ম কার্যকর হতে চলেছে।
সম্প্রতি রেপো রেট বাড়িয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। এর পর অনেক ব্যাঙ্কই MCLR রেট বাড়িয়েছে। এটি সরাসরি ঋণ এবং ইএমআইকে প্রভাবিত করবে। ফলে ঋণের সুদের হার বাড়তে পারে। প্রতি মাসের শুরুতে এলপিজি, সিএনজি ও পিএনজি গ্যাসের দাম নির্ধারণ করা হয়। গতবার এলপিজি সিলিন্ডারের দাম না বাড়ানো হলেও এবার দাম বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
advertisement
advertisement
ট্রেনের টাইম টেবিলে কিছু পরিবর্তন আনতে পারে ভারতীয় রেল। মার্চে এর তালিকা প্রকাশ করা হতে পারে। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে, ১ মার্চ থেকে বেশ কিছু যাত্রীবাহী ট্রেন এবং পাঁচ হাজার পণ্যবাহী ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হতে পারে।
advertisement
মার্চ মাসে ১২ দিনের জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে। মার্চ মাসে হোলি এবং নবরাত্রি সহ ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর মধ্যে সাপ্তাহিক ব্যাঙ্ক ছুটিও অন্তর্ভুক্ত রয়েছে। তবে ব্যাঙ্কের ছুটি সাধারণত স্থানীয় উৎসবের সঙ্গে মিল রেখে দেওয়া হয়।
সম্প্রতি ভারত সরকার তথ্য প্রযুক্তির নিয়মে পরিবর্তন এনেছে। টুইটার, ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে এখন ভারতের নতুন নিয়ম মেনে চলতে হবে। ধর্মীয় অনুভূতিতে উসকানি দেয় এমন পোস্টের ক্ষেত্রে নতুন নিয়ম প্রযোজ্য হবে। মার্চে এই নতুন নিয়ম কার্যকর হতে পারে। ভুল পোস্ট করার জন্য ব্যবহারকারীদের জরিমানাও দিতে হতে পারে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 28, 2023 10:44 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Rules Changes from March 2023: দাম বাড়বে কি গ্যাসের? ১লা মার্চ বদলে যাচ্ছে এই জরুরি নিয়মগুলি, এখনই জানুন