Aadhaar Card বানানোর নিয়মে বড় বদল, জানাল UIDAI
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
UIDAI এর তরফে ট্যুইট করে এই বিষয়ে জানানো হয়েছে ৷
#নয়াদিল্লি: আধার কার্ড বানানোর নিয়মে বড় বদল ৷ বাচ্চাদের আধার কার্ড বানানোর ক্ষেত্রে এই নিয়ম বদল করেছে UIDAI ৷ এবার থেকে বাচ্চার জন্মের সার্টিফিকেট বা হাসপাতালের ডিসচার্জ স্লিপ বা বাবা-মায়ের যে কোনও একজনের আধার কার্ড দিয়ে বাচ্চার বাল আধার কার্ডের জন্য আবেদন করা যাবে ৷ UIDAI এর তরফে ট্যুইট করে এই বিষয়ে জানানো হয়েছে ৷
এর জেরে বাচ্চাদের আধার কার্ড বানানোর প্রক্রিয়া অনেকটাই সহজ হয়ে যাবে ৷ এর আগে বাচ্চাদের আধার কার্ডের জন্য বার্থ সার্টিফিকেটের জন্য অপেক্ষা করতে হত ৷ কিন্তু এখন হাসপাতালের ডিসচার্জ স্লিপের মাধ্যমে এই কাজ করা যাবে ৷
UIDAI -এর ট্যুইট-
advertisement
#AadhaarChildEnrolment To enroll your child for #Aadhaar, you only need the child's birth certificate or the discharge slip from the hospital and the Aadhaar of one of the parents. List of other documents that you can use for the child's enrolment: https://t.co/BeqUA07J2b pic.twitter.com/J1W3AYSVoP
— Aadhaar (@UIDAI) July 27, 2021
advertisement
বাল আধার কার্ড ৫ বছরের কম বয়সের বাচ্চাদের জন্য জারি করা হয়ে থাকে ৷ এই আধার কার্ডটি নীল রঙের হয় ৷ ৫ বছরের কম বাচ্চাদের জন্য কোনও বায়োমেট্রিক ডিটেলের দরকার পড়ে না ৷ তবে ৫ বছর বয়ে যাওয়ার পর বায়োমেট্রিক আপডেট করা বাধ্যতামূলক ৷ বাল আধার কার্ড তৈরির সময় বাচ্চার ফিঙ্গারপ্রিন্ট বা রেটিনা স্ক্যান করা হয় না ৷ কেবল ছবি দিয়ে এই কার্ড তৈরি হয়ে যায় ৷
advertisement
নিকটবর্তী আধার কেন্দ্র সমস্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে বাল আধার কার্ড তৈরি করা যেতে পারে ৷ এখানে একটি রেজিস্ট্রেশন ফর্ম ফিলআপ করতে হবে ৷ এই ফর্মে আপনার বাচ্চার নাম, মা-বাবার আধার নম্বর ও অন্যান্য তথ্য দিতে হবে ৷ এর সঙ্গে বার্থ সার্টিফিকেট বা হাসপাতালের ডিসচার্জ স্লিপ বা মা-বাবার যে কোনও একজনের আধার নম্বর দিতে হবে ৷
advertisement
বাল আধার কার্ড বানানোর জন্য নিজের মোবাইল নম্বর ও বাচ্চার ছবি দিতে হবে ৷ এসএমএস-এর মাধ্যমে কনফার্মেশন আসার ৬০ থেকে ৯০ দিনের মধ্যে বাচ্চার আধার নম্বর পেয়ে যাবেন ৷ বাল আধার কার্ড বানানোর জন্য কোনও চার্জ দিতে হয় না ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 29, 2021 4:27 PM IST