Yes Bank-এর গ্রাহকদের জন্য সুখবর, এবার থেকে মিলবে এই সুবিধা....

Last Updated:

গ্রাহকরা রিওয়ার্ড পয়েন্ট ওয়ালেটে ট্রান্সফার করে ইনস্যুরেন্স প্রিমিয়ামও দিতে পারবেন ৷

#নয়াদিল্লি: গ্রাহকদের জন্য ক্রেডিট কার্ড রিওয়ার্ড প্রোগ্রাম আরও আকর্ষণীয় করে তোলার জন্য ইয়েস ব্যাঙ্ক নিয়ে এল নতুন ফিচার্স ৷ এবার থেকে ক্রেডিট কার্ড গ্রাহকরা তাদের রিওয়ার্ড পয়েন্ট পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবেন ৷ দেশের মধ্যে ইয়েস ব্যাঙ্ক প্রথম ব্যাঙ্ক হল যারা গ্রাহকদের এই সুবিধা নিয়ে এসেছে ৷ ক্রেডিট কার্ডে শপিং করে যে রিওয়ার্ড পয়েন্ট পেয়েছেন আপনি সেটা অন্য কাউকে গিফ্ট করতে পারবেন ৷ এছাড়া রিওয়ার্ড পয়েন্ট আপনার কার্ডে আউটস্ট্যান্ডিং অ্যামাউন্টের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবেন ৷
জানা গিয়েছে, ইয়েস ব্যাঙ্কের তরফে পাওয়া এই রিওয়ার্ড পয়েন্টের কোনও এক্সপায়ার ডেট নেই ৷ গ্রাহকরা রিওয়ার্ড পয়েন্ট ওয়ালেটে ট্রান্সফার করে ইনস্যুরেন্স প্রিমিয়ামও দিতে পারবেন ৷ এছাড়া এর মাধ্যমে ফ্লাইটের টিকিট বুকিং করলে কোনও (Convenience Fee) দিতে হবে না ৷ ইয়েস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে যাত্রা, খাওয়া দাওয়া, বাড়ির জিনিস কিনলে বেশি রিওয়ার্ড পয়েন্ট পাবেন ৷
advertisement
দেশের ব্যাঙ্কিং সেক্টরে ইয়েস ব্যাঙ্ক প্রথম এই ফিচার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ৷ ইয়েস ব্যাঙ্কের বিজনেস হেড (ক্রেডিট কার্ড) রজনশীশ প্রভু জানিয়েছেন, তিনি মনে করেন এই পদক্ষেপ তাদের জন্য গেম চেঞ্জার হতে চলেছে ৷ পাশাপাশি দেশের ক্রেডিট কার্ড ইন্ডাস্ট্রিতেও বড় বদল আসতে চলেছে ৷ তিনি আরও জানান, এই রিওয়ার্ড পয়েন্ট কেবল ব্যাঙ্কের ক্রেডিট কার্ড মেম্বর ও বিশেষ কিছু ক্রেডিট কার্ডের সঙ্গে শেয়ার করা যাবে ৷ জুলাই-সেপ্টেম্বর ২০২০ ত্রৈমাসিকে ইয়েস ব্যাঙ্ক ১২৯ কোটি টাকার নেট প্রফিট করেছে ৷ গত বছর এই ত্রৈমাসিকে ব্যাঙ্কের ৬০০ কোটি টাকা লোকসান হয়েছিল ৷
advertisement
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Yes Bank-এর গ্রাহকদের জন্য সুখবর, এবার থেকে মিলবে এই সুবিধা....
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement