New Business Ideas: গাজর, বিট রুট, অপরাজিতা ফুল দিয়েই তৈরি হচ্ছে শ্যাম্পু হ্যান্ড ওয়াশ, বডি ওয়াশ

Last Updated:

New Business Ideas: গাজর, বিট রুট, অপরাজিতা ফুল দিয়ে তৈরি হচ্ছে শ্যাম্পু, বডি ওয়াশ। ঘরে বসে এই ব্যবসা শুরু করতে পারেন আপনিও।

+
নিজের

নিজের তৈরি প্রোডাক্ট এর সঙ্গে সুব্রত রানা

শিলিগুড়ি : শিলিগুড়ির বাসিন্দা সুব্রত প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরের দরকারি জিনিস তৈরি করে চমক দিচ্ছে। গাজর, বিট রুট, অপরাজিতা ফুল দিয়ে তৈরি হচ্ছে শ্যাম্পু, বডি ওয়াশ। ঘরে বসে এই ব্যবসা শুরু করতে পারেন আপনিও। ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস তৈরির মাধ্যমে আর্থিক স্বাবলম্বনের পথ খুঁজছে সুব্রত রানা ।
দেশে ক্রমশ নানা ধরনের, বিশেষ করে ভেষজ শ্যাম্পু , বডি ওয়াশ, ডিটারজেন্ট এর চাহিদা বাড়ছে, অ্যারোমাথেরাপি সম্পর্কিত শুধুই সুগন্ধি বডি ওয়াশের চাহিদাও কম কিছু নয়। সেই থেকেই এই নিত্য প্রয়োজনীয় জিনিস বানানোর পরিকল্পনা নেন শিলিগুড়ির সুভাষপল্লীর বাসিন্দা সুব্রত রানা ।
advertisement
advertisement
বর্তমানে বহু মানুষ ব্যবসার দিকে ঝুঁকছেন। করোনার জেরে অনেকে চাকরিহারা ও বেশ কিছু ব্যবসা বন্ধ হওয়ার পরে বহু ব্যক্তি নিজেরাই ব্যবসা শুরু করতে আগ্রহী হয়ে উঠেছেন। সেই সময় বাড়িতে বসে এই জিনিস তৈরির পরিকল্পনা নেন সুব্রত। এটি এমন একটি ব্যবসা যা থেকে মোটা টাকা উপার্জন করা সম্ভব। শ্যাম্পু, বডি ওয়াশ, ডিটারজেন্ট, টয়লেট ক্লিনার এগুলি এমন একটি পণ্য, যা কিনা প্রতিটি বাড়িতে ব্যবহৃত হয়। ফলে এর চাহিদা থাকে সবসময়।
advertisement
এছাড়াও, আর একটি দারুণ ব্যাপার হল মাত্র সামান্য কিছু টাকা খরচ করেই এই ব্যবসা শুরু করা যেতে পারে। ঘরে বসেই এই ব্যবসা শুরু করতে পারবেন আপনি। খুব বেশি অর্থের প্রযোজন হবে না। এছাড়া, মুদ্রা যোজনার আওতায় এই ব্যবসার জন্য লোনও নেওয়া যেতে পারে।
advertisement
তার তৈরি বডি ওয়াশ, শ্যাম্পু মানুষেরা ভীষণ পছন্দ করেছেন বলেই তিনি দাবি করছেন। নিজের পরিবারের লোকজন এবং বন্ধুবান্ধবদের এই প্রোডাক্ট দিয়ে তিনি এই ব্যবসা শুরু করেছিলেন । এখন তার তৈরি জিনিসের চাহিদা গুণ বেশি অনেক বেশি এবং বিভিন্ন জায়গায় সাপ্লাই করা হচ্ছে।
সুব্রত বলেন, ” আমার এই ব্যবসাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবার ইচ্ছে রয়েছে। কেউ যদি কাস্টমাইজ ভাবে এগুলো জিনিস তৈরি করতে চায় আমি সেভাবেও তৈরি করে দিই। আমার এখানে কোন কেমিক্যাল জাতীয় দ্রব্য ব্যবহার করা হয় না।” বর্তমানে সংস্থা ভিন্ন জায়গায় স্টল দিয়ে নিজেদের প্রোডাক্ট বিক্রি করছে। এগুলি শুধু বিক্রি বৃদ্ধি করেনি, পাশাপাশি ব্যবসায় লাভের মার্জিনও বেড়েছে।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Ideas: গাজর, বিট রুট, অপরাজিতা ফুল দিয়েই তৈরি হচ্ছে শ্যাম্পু হ্যান্ড ওয়াশ, বডি ওয়াশ
Next Article
advertisement
SIR Update: ভোটারের দেখা না পেলে এক বাড়িতে কতবার আসবেন BLO? কী করণীয় আপনার, জানুন SIR-এর জরুরি তথ্য
ভোটারের দেখা না পেলে এক বাড়িতে কতবার আসবেন BLO? কী করণীয় আপনার, জানুন SIR-এর জরুরি তথ্য
  • ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা৷

  • ভোটারের দেখা না পেলে কী করবেন বিএলও-রা?

  • কী করণীয় ভোটারের, সব জানিয়ে দিল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement