Great Business Ideas: হাত খরচের টাকা বাঁচিয়ে বাড়ি থেকেই বুটিকের ব্যবসা শুরু করে হতে পারবেন লাভবান !
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
New Business Ideas: বাড়ি থেকে বুটিকের ব্যবসা শুরু করা এখন অনেক সহজ। হাত খরচের টাকা বাঁচিয়ে অল্প বিনিয়োগে গড়ে তুলতে পারবেন নিজস্ব ব্র্যান্ড।
হাওড়া: অল্প পুঁজিতেই বুটিক ব্যবসা শুরু করতে পারেন আপনিও, এই ব্যবসায় হাওড়ায় বহু পুরুষ-মহিলা স্বনির্ভর হচ্ছে অল্পদিনে। পোশাক, গয়না, ঘর সাজান জিনিসের ভাল চাহিদা বর্তমান বাজারে। এই সমস্ত সামগ্রী সংগ্রহ রেখে বুটিক ব্যবসা শুরু করা যেতে পারে। শহরের পাশাপাশি হাওড়ার বিভিন্ন স্থানে বুটিক গড়ে উঠেছে। সকলের রুচিসম্মত জিনিস সংগ্রহ করতে পারলে লাভবান হওয়া আরও সহজ। এখন গ্রামেই লাভজনক বুটিক ব্যবসা শুরু করা যেতে পারে, বিস্তারিত জানাচ্ছেন এক ব্যবসায়ী।
গয়না পোশাকের পাশাপাশি ঘর সাজানোর বিভিন্ন জিনিস সংগ্রহ এবং ক্রেতাদের পছন্দমত জিনিস তৈরি করে জেলায় অসংখ্য ছেলে-মেয়ে উপার্জনের পথ তৈরি করেছে। এক সময় শহর অঞ্চলের মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে গ্রামের মানুষও দারুণ আগ্রহ দেখাচ্ছে। সেই দিক থেকে খুব সামান্য পুঁজিতে জিনিস সংগ্রহ করে শুরু করা যেতে পারে বুটিক ব্যবসা। একটু সৃজনশীল চিন্তাভাবনা থাকলে এই ব্যবসায় সুপ্রতিষ্ঠিত হওয়া আরও সহজ। বাজার চলতি জিনিসকে নতুন আঙ্গিকে তুলে ধরার দক্ষতা থাকলে আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়া, অল্পদিনে অনেক বেশি ব্যবসা করা বা লাভের সুযোগ।
advertisement
advertisement
আরও পড়ুন: UPS থেকে ক্রেডিট কার্ড থেকে এফডি স্কিম, সেপ্টেম্বরে একাধিক নিয়মে বড় বদল ! জেনে রাখুন এখনই
পহেলা বৈশাখ, বিবাহ অনুষ্ঠান, সরস্বতী পুজো বা দুর্গাপুজোর মত বিভিন্ন উৎসবকে সামনে রেখে বুটিক ব্যবসার ভাল বাজার। এক কথায় উৎসব কেন্দ্রিক ভাল বাজার সারা বছর।
এ বিষয়ে শিল্পী ও ব্যবসায়ীরা জানান, বর্তমান দিনে হাতে তৈরি বা সাজান জিনিসের প্রতি আকর্ষণ পুরুষ মহিলা উভয়ের। মহিলাদের শাড়ি কুর্তি ব্লাউজের পাশাপাশি পুরুষদের পাঞ্জাবি ধুতি কুর্তার মত পোশাক দারুন চল। এই ব্যবসা শুরুতে গয়না ও শোপিস দিয়ে শুরু করে, অভিজ্ঞতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সংগ্রহ বৃদ্ধি করা যেতে পারে। তাতে বুটিক ব্যবসায় সফলতার সম্ভাবনা বেশি। অন্যান্য ব্যবসার থেকে বুটিক ব্যবসায় ঝুঁকিও কম।
advertisement
রাকেশ মাইতি
Location :
Kolkata,West Bengal
First Published :
September 01, 2025 4:22 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Great Business Ideas: হাত খরচের টাকা বাঁচিয়ে বাড়ি থেকেই বুটিকের ব্যবসা শুরু করে হতে পারবেন লাভবান !