PNB Home Loan: ১৩ লক্ষ টাকার হোম লোনের EMI কত হবে? হিসেব দেখে নিন
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
PNB Home Loan: PNB থেকে ১৩ লক্ষ টাকার হোম লোন নিলে প্রতি মাসে কত EMI দিতে হবে তা জানার আগ্রহ অনেকেরই। সুদের হার ও ঋণের মেয়াদের উপর নির্ভর করে কিস্তি বদলায়। এখানে দেখে নিন EMI-এর হিসেব।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
পিএনবি হোম লোনের সুদের হারকেউ যদি আপনি একজন বেতনভোগী ব্যক্তি হন এবং সিবিল স্কোর ৮২৫-এর বেশি হয়, তাহলে ৮.২৫ শতাংশ সুদের হারে ঋণ দেওয়া হবে এবং বেতনভোগী নন এমন ব্যক্তিদের ৮.৫৫ শতাংশ সুদের হারে ঋণ দেওয়া হবে। সিবিল স্কোর ৭৭৫ থেকে ৭৯৯-এর মধ্যে থাকলে বেতনভোগী ব্যক্তিদের ৯.০৫% এবং বেতনভোগী নন এমন ব্যক্তিদের ৯.৫৫% সুদে ঋণ দেওয়া হবে। আবার, যদি একজন বেতনভোগী ব্যক্তির সিবিল স্কোর ৬৫০ থেকে ৭০০-এর মধ্যে হয়, তাহলে তাদের ১০.১৫% এবং বেতনভোগী নন এমন ব্যক্তিদের ১০.৬৫% সুদে ঋণ দেওয়া হবে।
advertisement