New Business Ideas|| নামমাত্র টাকা ব্যয়ে চাষ, ঘরে আসছে হাজার হাজার টাকা! নয়া 'এই' চাষই পথ দেখাচ্ছে
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
New Business Ideas: আপেল কুল চাষের মাধ্যমে যে কোনও কৃষক খুব সহজেই লাভবান হতে পারবেন। তবে মেনে চলতে হবে এই চাষের ক্ষেত্রে বিশেষ কিছু নিয়মাবলী তাহলেই আয় সুনিশ্চিত।
দেওচড়াই: কোচবিহার জেলার তুফানগঞ্জ মহাকুমার অন্তর্গত দেওচড়াই এলাকায় এক কৃষক আপেল কুল চাষ করার মাধ্যমে লাভবান হচ্ছেন। তিনি অন্যান্য কৃষকদের পরামর্শ দিচ্ছেন এই কুল চাষাবাদের মাধ্যমে যে কোনও কৃষক খুব সহজেই লাভবান হতে পারবেন।
তবে মেনে চলতে হবে এই চাষের ক্ষেত্রে বিশেষ কিছু নিয়মাবলী তাহলেই আয় একেবারে সুনিশ্চিত। এই আপেল কুল চাষ করতে খুব একটা বেশি সময়ের প্রয়োজন হয় না। এ ছাড়া একবার গাছ লাগিয়ে দিলে সেই গাছ থেকে মোটামুটি ৬-৭ বছর ভাল পরিমাণে ফলন পাওয়া যায়। তাই যে কোন কৃষক স্বল্প ব্যয় করে দীর্ঘ সময় ধরে অনেকটাই আর্থিক মুনাফার মুখ দেখতে পারবেন।
advertisement
আরও পড়ুনঃ শুরু করুন ফুলের ব্যবসা; কী লাগবে, কত উপার্জন হবে, জেনে নিন যাবতীয় খুঁটিনাটি
দেওচড়াই এলাকার আপেল কুল চাষি রাসবিহারী বিশ্বাস জানাচ্ছেন, 'আপেল কুল চাষাবাদের ক্ষেত্রে বিশেষ কোন সমস্যা দেখতে পাওয়া যায় না। তাই চাষাবাদের ক্ষেত্রে অনেকটাই আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব। তবে এই কুল গাছের একটি মাত্র রোগ দেখতে পাওয়া যায়। একটি রোগ পোকার আক্রমণের ফলে এই গাছের পাতা কালো হয়ে কুঁকড়ে যায়। ফলে গাছের অনেকটাই ক্ষতি হয়। এই রোগটিকে আপেল কুল গাছের ধ্বসা রোগ বলে চিহ্নিত করা হয়। সঠিক সময়ে সঠিক ওষুধ প্রয়োগের মাধ্যমে এই রোগ থেকে মুক্তি পাওয়া খুব সহজেই সম্ভব। ৩-৪ দিনের মধ্যেই এই রোগ সম্পূর্ণ নিরাময় হয়। তাই ওষুধ প্রয়োগ মাসে ২-৩ বার করা উচিত।'
advertisement
advertisement
আরও পড়ুনঃ প্রেমিকাকে দিন, উপার্জনও করুন, দেখে নিন গোলাপ চাষের সাতসতেরো!
তবে এই কুলের অন্যতম একটি বিশেষত্ব হল এই কুলটি কাঁচা অবস্থাতেও বেশ ভালই মিষ্টি। তার ফলে এই কুলটি খেতে অনেক মানুষ বেশি পছন্দ করে। তবে কোচবিহার জেলায় এখনো পর্যন্ত বিপুল পরিমাণে এর চাষাবাদ শুরু করা হয়নি। তাই এই চাষী অন্যান্য চাষীদের পরামর্শ দিচ্ছেন অন্যান্য চাষবাদের পাশাপাশি এই চাষ করে আর্থিক মুনাফার পরিমান বাড়িয়ে তোলার জন্য।
advertisement
রাসবিহারী বিশ্বাস আরোও জানান, 'প্রথম অবস্থায় তিনি কোচবিহার কৃষি দফতরের সহায়তায় এই চাষাবাদ শুরু করেছিলেন। তাই যেকোন কৃষকের এই চাষাবাদ শুরু করার আগে কৃষি দফতরের পরামর্শ নেওয়া উচিত। না হলে পরবর্তীতে অসুবিধা সম্মুখীন হওয়ার সম্ভবনা থাকে।'
Sarthak Pandit
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 17, 2023 10:02 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Ideas|| নামমাত্র টাকা ব্যয়ে চাষ, ঘরে আসছে হাজার হাজার টাকা! নয়া 'এই' চাষই পথ দেখাচ্ছে