New Business Ideas: শুরু করুন ফুলের ব্যবসা; কী লাগবে, কত উপার্জন হবে, জেনে নিন যাবতীয় খুঁটিনাটি

Last Updated:

অল্প বিনিয়োগে ঘরেই ফুলের ব্যবসা শুরু করা যায়। ফুল তাজা রাখতে শুধু একটা বড় কুলার এবং জলের স্প্রে লাগবে।

কলকাতা: ফুল পচনশীল, নিত্য প্রয়োজনীয় পণ্য। যে কোনও দেশেই জন্ম থেকে মৃত্যু, উৎসব-অনুষ্ঠান থেকে নিত্যপুজো সবেতেই ফুলের আকাশছোঁয়া চাহিদা। ফুলের বাজারও প্রতিদিন বাড়ছে। কিন্তু ফুলের ব্যবসা শুরু করা সহজ নয়। কারণ মেয়াদ। ফুল খুব সহজে নষ্ট হয়। দু-একদিনের বেশি টাটকা রাখা যায় না। তবে ফুল চাষে খুব স্বল্প পুঁজির প্রয়োজন হয়। বাড়িতে ছোট করে ব্যবসা শুরু করা যায়। তারপর ধাপে ধাপে বাড়ানো যেতে পারে। রইল শূন্য থেকে ফুলের ব্যবসা শুরু করার সুলুক সন্ধান—
ফুলের ব্যবসার সুবিধা ও অসুবিধা:
অল্প বিনিয়োগে ঘরেই ফুলের ব্যবসা শুরু করা যায়। ফুল তাজা রাখতে শুধু একটা বড় কুলার এবং জলের স্প্রে লাগবে। পাইকারদের থেকে ফুল কিনে খুচরো বা অনলাইনে ব্যবসা শুরু করা যায়। দোকান ঘর নিতে চাইলে জায়গা অনুযায়ী ভাড়া দিতে হবে। ব্যবসা বাড়াতে ফুলের দোকানের পাশাপাশি অনলাইন স্টোর খোলা যায়। শুরু করা যায় ইভেন্ট ডেকরেশনের সাইড বিজনেস। তবে মাথায় রাখতে হবে, এই ব্যবসায় ব্যাপক প্রতিযোগিতা। ফুল বেশিদিন তাজা থাকে না। তাই বিক্রি না হলে পুরোটাই লোকসান।
advertisement
advertisement
প্রয়োজনীয় দক্ষতা:
ফুল বিক্রেতা হওয়া সহজ কাজ নয়। ফুলের শিল্প-ব্যবসা, এটা কী ভাবে কাজ করে, প্রাথমিক খরচ সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যিক। ফুলের নকশা, বিভিন্ন নকশার কৌশল, ফুলের যত্ন নেওয়া, প্রকল্প পরিচালনার দক্ষতা এবং অনলাইন বিক্রি সম্পর্কেও জানতে হবে। অবশ্য বাজেট থাকলে লোক রাখা যায়।
advertisement
ব্যবসা রেজিস্ট্রেশন:
ফুলের ব্যবসা করার জন্য রেজিস্ট্রেশন লাগে না, কিন্তু ফুল সংক্রান্ত অন্য ব্যবসার জন্য লাগে। তাই ব্যবসা শুরু করলে রেজিস্ট্রেশন করাতেই হবে।
যা মাথায় রাখতে হবে:
ফুল বিক্রেতাদের যে বিষয়গুলি মাথায় রাখতেই হবে তা হল,
advertisement
ধারালো ক্লিপার, তার, কাঁচি, ফুলের বালতি বা ফুলদানি, ফুলকে তাজা রাখতে রেফ্রিজারেটেড কেস, ডেলিভারির জন্য গাড়ি এবং কর্মচারী।
ব্যবসা থেকে উপার্জন:
ফুলের ব্যবসায় ১০ থেকে ১২ শতাংশ লাভ করা যায়। বিয়ে, অনুষ্ঠানে ফুলের ডেকরেশনের মতো সাইড বিজনেস শুরু করতে পারলে লাভ আরও বাড়বে। ব্যবসাও বড় হবে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Ideas: শুরু করুন ফুলের ব্যবসা; কী লাগবে, কত উপার্জন হবে, জেনে নিন যাবতীয় খুঁটিনাটি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement