New Business Idea: প্রায় কোনও খরচ ছাড়াই এই ব্যবসা শুরু বিপুল টাকা লাভ করতে পারবেন !

Last Updated:

New Business Idea: আপনার নিজের পুকুরে কচুরিপানা রয়েছে! তাহলেই বছর শেষে হবেন লাখপতি?

+
কচুরিপানা

কচুরিপানা

বীরভূম: আপনার বাড়ি গ্রামাঞ্চলে অথবা শহরে, আর বাড়ির আশেপাশে আপনার নিজেরই পুকুর রয়েছে! তাহলেই আপনি মাস গেলে উপার্জন করতে পারবেন মোটা অংকের টাকা। কী ভাবছেন বাড়িতে পুকুর থাকলে কীভাবে উপার্জন করবেন! এর জন্য আপনাকে মাছ বা অন্য কিছু চাষ করতে হবে না। জলের মধ্যে পড়ে থাকা কচুরিপানা থেকেই আপনি মাস গেলে হাজার হাজার টাকা উপার্জন করতে পারবেন।
বর্তমান সময়ে পুরুষ এবং মহিলাদের স্বনির্ভর করে তুলতে সরকারি এবং বেসরকারিভাবে বিভিন্ন ধরনের ক্যাম্পের আয়োজন করা হয়। বিভিন্ন বেসরকারি সংস্থা মহিলাদের স্বনির্ভর করতে কখনো ছাগল, হাঁস, মুরগি চাষে উৎসাহী করেন, আবার কখনো বাড়িতে মাছ চাষ করে স্বনির্ভর হতে বার্তা দেন। তবে এইসবের বাইরেও মহিলাদের স্বনির্ভর হতে সাহায্য করছে জলের মধ্যে থাকা কচুরিপানা। কচুরিপানা, এই নামটি অন্তত গ্রামবাংলায় এমন কেউ যারা জানেন না। কচুরিপানা মুক্তভাবে ভাসমান বহুবর্ষজীবী জলজ উদ্ভিদ। মূলত এর আদি নিবাস দক্ষিণ আমেরিকা। এটি পুরু, চকচকে এবং ডিম্বাকৃতির পাতাবিশিষ্ট। কচুরিপানা জলের উপরিপৃষ্ঠের ওপর ১ মিটার পর্যন্ত বাড়তে পারে।
advertisement
আরও পড়ুন: ১ পৌষ থেকে বদলাচ্ছে তারাপীঠ মন্দিরের নিয়ম! কীভাবে পুজো দেবেন, প্রবেশে কী কী নিষেধাজ্ঞা? না জানলে বড় সমস্যা
তবে অনেকে ভাবেন কচুরিপানা জলাশয়ের এক এমন জিনিস যার কোনো কাজ নেই। অনেকেই পুকুর থেকে সেই কচুরিপানা সরিয়ে ফেলে দেন, ভাবেন হয়তো বেকার জলে জঞ্জাল সৃষ্টি হচ্ছে। তবে আপনার মনের মধ্যে এ ধারণা থাকলে সেটি একদমই ভুল। এই কচুরিপানা থেকেই লক্ষ্মীলাভ করছে বীরভূম। কচুরিপানার তন্তু দিয়ে তৈরি বাড়ির ব্যবহারের বিভিন্ন জিনিস এবার সাঁইথিয়া থেকে সারা দেশে পৌঁছে যাচ্ছে। সাঁইথিয়ার ভগবতীপুর গ্রামে সে জন্য তৈরি হচ্ছে ‘কমন প্রোডাকশন সেন্টার’। রাজ্য ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র বিভাগের উদ্যোগে ভগবতীপুরে তৈরি হচ্ছে সরকারি ভবন। বীরভূমের সাঁইথিয়া থানার অন্তর্ভুক্ত আহমদপুর এলাকায় গেলেই আপনি পৌঁছে যাবেন এই বাড়ি। যেখানে প্রায় কুড়ি জন মহিলারা স্বনির্ভর হচ্ছেন কচুরিপানা থেকে বিভিন্ন বাড়ির সামগ্রী তৈরি করে।
advertisement
advertisement
আরও পড়ুন: বিলুপ্তপ্রায় স্বীকৃতি ইউনেস্কোর! বীরভূমের সেই ভাষার তথ্যচিত্রই এবার স্থান পেল কানাডায়, প্রশংসিত ডক্সা ফিল্ম ফেস্টিভ্যালে
জেলা শিল্প কেন্দ্রের সূত্রের খবর, ‘জমি চিহ্নিতকরণ হয়ে গিয়েছে। দফতর এর জন্য ১ কোটি ২১ লক্ষ টাকা বরাদ্দ করেছে।’ ২০২১ সালে কচুরিপানা থেকে তন্তু বের করে নিত্যদিনের ব্যবহৃত সামগ্রী তৈরি করতে শুরু করে জেলা শিল্প কেন্দ্রের অধীনে থাকা মহিলারা। যা দিয়ে ফাইল র‍্যাক, ট্রে, ডাইরি-সহ নানা জিনিস তৈরি হয়।
advertisement
রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, এর আগেও তন্তু দিয়ে তৈরি ক্লাস্টার পূর্বস্থলী ও কলকাতার কাছে একটি কেন্দ্রে পরিকাঠামো করে দিয়েছে সরকার। এবার আনন্দ দ্বিগুণ, কারণ নিজের জেলার প্রায় আনুমানিক ৩৫০-৪০০ মহিলা সরাসরি এই শিল্পের সঙ্গে যুক্ত হবেন। পরোক্ষভাবে কাজে যোগ দেবে আরও ৪০০-৫০০ মহিলা। সব মিলিয়ে এই কাজ করে স্বনির্ভর হচ্ছেন মহিলারা। আর্থিক উপার্জন করে পরিবারের পাশে দাঁড়াতে পারছেন তারা। আর কার্যত তাতেই খুশির হাওয়া প্রত্যন্ত গ্রামের এই সমস্ত মহিলাদের। তাই এবার আপনি চাইলেও আপনার পুকুরে জন্মানো কচুরিপানা থেকে মাস গেলে বেশ মোটা অংকের টাকা উপার্জন করে বাড়িতে ঢোকাতে পারবেন।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Idea: প্রায় কোনও খরচ ছাড়াই এই ব্যবসা শুরু বিপুল টাকা লাভ করতে পারবেন !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement