New Business Ideas: পতিত জমিতেই লাখ টাকার ব্যবসা! একবার বিনিয়োগে ৭০ বছর লাভ, এই চাষ শুরু করে আপনিও আয় করতে পারবেন লক্ষ লক্ষ টাকা!

Last Updated:

New Business Ideas: বাড়ির পতিত জমিতে ৪০০টি সুপারি গাছ লাগিয়ে বছরে লাখ টাকার আয় করছেন অরবিন্দ মণ্ডল। কম পরিশ্রমে, দীর্ঘমেয়াদি এই চাষ হয়ে উঠেছে আয়ের স্থায়ী উৎস এবং অনুপ্রেরণার দৃষ্টান্ত।

+
সুপারি

সুপারি বাগান

বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: পতিত জমিই আয়ের পথ ! সুপারি চাষে বছরে লাখ টাকার ব্যবসা! বাড়ির পতিত জমিতেই লাখ টাকার আয় — সুপারি চাষে সাফল্য বসিরহাটের চাষির। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের মৈত্র বাগান কলবাড়ি এলাকার অরবিন্দ মন্ডল বাড়ির পতিত জমিতেই গড়ে তুলেছেন সাফল্যের এক নতুন দৃষ্টান্ত।
অব্যবহৃত জমিতে প্রায় ৪০০টি সুপারি গাছ রোপণ করে আজ তিনি বছরে লাখ টাকারও বেশি আয় করছেন। প্রথমদিকে শখের বসেই তিনি সুপারি চাষ শুরু করেছিলেন। কিন্তু কয়েক বছর যেতেই সেই গাছগুলো ফল দিতে শুরু করে, আর এখন সেটাই তাঁর আয়ের অন্যতম প্রধান উৎস।
আরও পড়ুন: কলকাতার কাছেই গ্রাম্য পরিবেশে কাটুক একটা দিন, ছোট্ট ছুটিতে এটি হতেই পারে পারফেক্ট ডেস্টিনেশন
বিশেষজ্ঞদের মতে, উন্নত প্রজাতির সুপারি গাছ সাধারণত আড়াই থেকে তিন বছরের মধ্যেই ফল দিতে শুরু করে। অল্প জমিতেই এই চাষ সম্ভব। সামান্য পরিচর্যা, নিয়মিত জলসেচ আর প্রাকৃতিক পরিবেশ থাকলে খুব সহজেই ভাল ফলন পাওয়া যায়। একবার রোপণ করলে বহু বছর পর্যন্ত এই গাছ থেকে ফল সংগ্রহ করা যায়, ফলে এটি একধরনের দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবেও কাজ করে।
advertisement
advertisement
আরও পড়ুন: অর্ধেক কালী-অর্ধেক কৃষ্ণ! বারাসাতের দ্বারকা নগরীতে ‘কৃষ্ণকালী’ দেখতে উপচে পড়া ভিড়, বছরের অন্যতম সেরা মূর্তি না দেখলে বড় মিস
সুপারি গাছ ছায়াযুক্ত স্থানেও ভালভাবে বেড়ে ওঠে। তাই বাড়ির বাগান বা গাছপালায় ভরা জায়গাতেও এটি চাষ করা যায়। এমনকি এই গাছের নিচে অন্যান্য ফসলও একসঙ্গে চাষ করা সম্ভব, যা জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে। এইভাবে পতিত জমিকে কাজে লাগিয়ে আয় বৃদ্ধির পথ খুলে দিয়েছেন ওই ব্যক্তি। তাঁর অভিজ্ঞতা এখন অনেক গ্রামীণ পরিবারের অনুপ্রেরণা হয়ে উঠেছে। যথাযথ পরিকল্পনা ও পরিশ্রমে সুপারি চাষ সত্যিই হতে পারে লাভজনক একটি উদ্যোগ।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Ideas: পতিত জমিতেই লাখ টাকার ব্যবসা! একবার বিনিয়োগে ৭০ বছর লাভ, এই চাষ শুরু করে আপনিও আয় করতে পারবেন লক্ষ লক্ষ টাকা!
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement