New Business Idea: ফেলনা নয় কিছুই, নারকেল খাওয়া হওয়ার পর মালাটা জাস্ট ফেলে দেন, ওই থেকেই আয় করুন হাজার হাজার টাকা

Last Updated:

Earn Money: ফেলনা নারকেল মালা বিক্রি হবে হাজার হাজার টাকায়! হস্তশিল্প তৈরি করুন বাড়িতেই

+
এই

এই কয়েকটা জিনিস হাতের কাছে থাকলে খেলনা মালা হয়ে উঠবে মূল্যবান

হাওড়া: নারকেল মালার হস্তশিল্প! ফেলনা নারকেল মালা বিক্রি হবে হাজার হাজার টাকা মূল্যে। অনেকেই মনে করবেন এটাও কি সম্ভব। হ্যাঁ এই বর্তমান সময়ে এই ফেলনা জিনিসই চড়া দামে বিক্রি হতে পারে। তার জন্য জানতে হবে বিশেষ কৌশল। সেই সঙ্গে কয়েকটা প্রয়োজনীয় জিনিস হাতের কাছে থাকলেই বানিয়ে নিতে পারেন মনের মত জিনিস। এখানে-সেখানে পড়ে থাকা নারকেল মালা মাপ করে কাটিং করে মাজা-ঘষা করে আঠা দিয়ে জোড় লাগিয়ে বিভিন্ন প্রয়োজনীয় এবং ঘর সাজানোর জিনিস তৈরি করা যেতে পারে। এই কাজ শিখে ভাল অর্থ উপার্জনের দিক রয়েছে। সেইদিক গুরুত্ব রেখে সরকারি ও বেসরকারি ভাবে প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করার চেষ্টা।
প্রাথমিক অবস্থায় নারকেল মালা কাটার জন্য বড় হ্যাক্সো ব্লেড। এরপর দ্বিতীয় পর্যায়ে সৌখিন কাটিং এর জন্য প্রয়োজন ছোট হ্যাক্সো ব্লেড। এছাড়াও বিভিন্ন সাইজের কাঠ ঘষার ফাইল। যে ফাইল দিয়ে খুব সহজে নারকেল মালা মসৃণ করা সম্ভব।
advertisement
advertisement
আরও মসৃণ করতে সাইন পেপার প্রয়োজন। কাটিং মাজা ঘষা শেষ হলে, কাঠ জোড়া লাগানোর আঠা এবং জিনিস তৈরির পর উজ্জ্বলতা বাড়াতে টাচ উড লিকুইড ব্যবহার করে সৌন্দর্য বাড়ানো। এছাড়াও কিছু কিছু জায়গায় পুটিং ব্যবহার করতে হতে পারে। এই সমস্ত জিনিস ব্যবহার করে খুব সহজে অল্প সময় পরিশ্রম করে জিনিস সুদর্শন মূল্যবান জিনিস তৈরি করা যেতে পারে।
advertisement
এ প্রসঙ্গে শিল্পী প্রবীর কুন্ডু জানান, একটু সৃজনশীল চিন্তা ভাবনা থাকলে। এই কয়েকটা জিনিস ব্যবহার করে নারকেল মালার বিভিন্ন জিনিস তৈরি করা যেতে পারে। নারকেল মালা ফেলনা হলেও নারকেল মালা দিয়ে তৈরি জিনিস কদর দাম দিয়ে মানুষ কেনার আগ্রহ দেখাবে।
Rakesh Maity
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Idea: ফেলনা নয় কিছুই, নারকেল খাওয়া হওয়ার পর মালাটা জাস্ট ফেলে দেন, ওই থেকেই আয় করুন হাজার হাজার টাকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement