New Business Idea: কয়েকদিনেই দ্বিগুণ লাভ! ছোট্ট অনামি এই ফল চাষ, মালামাল হচ্ছেন চাষিরা
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
New Business Idea: বানিজ্যিক ভাবে কুলচাষে যুক্ত হচ্ছেন চাষীরা। শতাধিক বিঘা জমিতে বাণিজ্যিকভাবে কুলচাষ হচ্ছে। স্বল্প জমি বা চাষের অযোগ্য জমিতে অল্প পরিচর্যায় ভাল ফলন পাওয়া যায়।
বসিরহাট: শীতের মরশুমে সরস্বতী পুজোর সঙ্গে কুলের সম্পর্ক বহুদিনের। এই পুজোর সময় থেকেই বাজারে একাধিক প্রজাতির কুলে ছেয়ে যায়। দক্ষিণবঙ্গে কুল চাষের তেমন প্রচলন না থাকলেও, এ বার থেকে বাণিজ্যিকভাবে কুল চাষের দিকে ঝুঁকছেন কৃষকরা।
বাজারে চাহিদার কথা মাথায় রেখে মূলত আপেল কুল, নারকেল কুল-সহ কয়েক প্রজাতির কুল চাষ হচ্ছে উত্তর ২৪ পরগণার বসিরহাটের বাদুড়িয়া এলাকায়। মরশুমি ফলের তালিকায় কুল অত্যন্ত জনপ্রিয়। টক-মিষ্টি স্বাদের এই ফল যেমন কাঁচা খাওয়া যায়, তেমনই কুলের আচারের কথা শুনলে সকলের জিভে জল চলে আসে।
আরও পড়ুনঃ একেবারে সাদামাটা জীবনযাপন, গায়ক অরিজিৎ সিংয়ের বাড়ি দেখেছেন? রইল এক্সক্লুসিভ ভিডিও
সরস্বতী পুজোর সঙ্গে এই কুলের সম্পর্ক কিন্তু চিরন্তন। শীতের মরশুমে গাছে ফল আসে এবং বসন্তের শুরুতে পুষ্ঠ হয়ে কুল পেকে যায়। সরস্বতী পুজোর আগে চাষ করা এই বিশেষ ধরনের কুল সকলের নজর কেড়ে নিয়েছে।
advertisement
advertisement
বানিজ্যিকভাবে কুল চাষে যুক্ত হচ্ছেন চাষিরা। এলাকার প্রায় শতাধিক বিঘা জমিতে বাণিজ্যিকভাবে কুলচাষ হচ্ছে। স্বল্প জমি বা চাষের অযোগ্য জমিতে অল্প পরিচর্যায় ভাল ফলন পাওয়া যায়। নার্সারি থেকে চারাগাছ সংগ্রহ করে কুলচাষে যুক্ত হলে নিশ্চিত ভাবেই লাভবান হবেন। কলম পদ্ধতির কুলের চারাগাছে মাত্র একবছর বয়সে ফলন শুরু হয়। এক বিঘা জমিতে বছরে প্রায় লক্ষাধিক টাকার কুল বিক্রি করা সম্ভব। সব মিলিয়ে দক্ষিণবঙ্গে এ বার চাষের তালিকায় যেন নতুন পালক যুক্ত হল।
advertisement
জুলফিকার মোল্যা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 03, 2024 5:34 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Idea: কয়েকদিনেই দ্বিগুণ লাভ! ছোট্ট অনামি এই ফল চাষ, মালামাল হচ্ছেন চাষিরা