Arijit Singh: একেবারে সাদামাটা জীবনযাপন, গায়ক অরিজিৎ সিংয়ের বাড়ি দেখেছেন? রইল এক্সক্লুসিভ ভিডিও
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
Arijit Singh: বর্তমানে পর্যটকদের একটি নয়া পর্যটনস্থল গড়ে উঠেছে জিয়াগঞ্জ শহরে ভাগীরথী নদীর তীরে অবস্থিত শিবতলা ঘাটের অরিজিৎ সিং-এর বাসভবন।
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদে অনেক পর্যটক আসে হাজারদুয়ারি দর্শন-সহ একাধিক ইতিহাসের খোঁজে দর্শন নিতে, কিন্তু বর্তমানে পর্যটকদের একটি নয়া পর্যটনস্থল গড়ে উঠেছে জিয়াগঞ্জ শহরে ভাগীরথী নদীর তীরে অবস্থিত শিবতলা ঘাটের অরিজিৎ সিংয়ের বাসভবন।
দেশ জুড়ে বিখ্যাত গায়ক অরিজিৎ সিং। তবে প্রিয় গায়ককে দেখা না পাওয়া গেলেও বাড়ির সামনে এসে কেউ সেলফি তুলছেন তাঁর ফ্যানেরা। জিয়াগঞ্জের শিবতলা ঘাট এলাকায় অবস্থিত গায়ক অরিজিৎ সিংকে দেখা না পাওয়া গেলেও একবার চাক্ষুষ করে দেখছেন তার বাড়ি ও সামনে থাকা গাড়ি, দিনের বিভিন্ন সময়তেই তার বাড়ির সামনে অরিজিতের ফ্যানেদের ভিড় জমছে।
advertisement
আরও পড়ুনঃ দিনভর দেখা মেলে বরফঢাকা পাহাড়ের, নতুন বছরে যান এই পাহাড়ি গ্রামে! মন ভাল হবেই
একদা নবাবের জেলা মুর্শিদাবাদ। আর সেই ইতিহাসের একদা খনি হিসাবে দেশ বিদেশে নাম রয়েছে নবাব নগরী তথা বাংলা বিহার ওড়িশার এক সময়ের রাজধানী মুর্শিদাবাদেরও। আজকে নবাব নেই রাজত্ব নেই, কিন্তু নাম ও সুনাম অর্জন করেছেন জিয়াগঞ্জের ভূমিপুত্র গায়ক অরিজিৎ সিং।ইতিহাসের টানে প্রতি বছর প্রায় বহু পর্যটক মুর্শিদাবাদে পা রাখেন। তারমধ্যে বিদেশের পর্যটক রয়েছেন প্রায় অনেকগুণ। দেশ বিদেশের পর্যটকরা লালবাগে পা রাখলেই তাঁদের অনেকে সঙ্গীত শিল্পীর টানে পৌঁছে যান লালবাগ থেকে পাঁচ কিমি দূরে জিয়াগঞ্জের শিবতলা ঘাট।
advertisement
advertisement
অরিজিৎ সিংয়ের বাড়ি দেখার পাশাপাশি দুপুরে মধ্যাহ্নভোজন করার জন্য অরিজিৎয়ের পারিবারিক রেস্টুরেন্ট ‘হেঁশেল’-এ উপস্থিত হন অনেকেই। সকাল এগারোটা থেকে রাত সাড়ে দশ’টা পর্যন্ত দেশ বিদেশের অতিথিদের সামলান অরিজিৎ সিংয়ের বাবা সুরেন্দ্র সিং ওরফে কাক্কা সিং এবং হোটেলের ম্যানেজার রাজু। যদিও প্রিয় গায়ক অরিজিৎকে দেখা না পাওয়া গেলেও তার বাড়ির সামনে একটি সেলফি তুলেই ফিরে আসেন অনেকেই। আর যদি চোখের সামনে প্রিয় মানুষকে দেখা যায়, তাহলে তো আর কোনও কথাই নেই।
advertisement
কৌশিক অধিকারী
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 03, 2024 2:15 PM IST