New Business Ideas: প্রায় কোনও পুঁজিই লাগবে না, মাসে আয় ২০-২৫ হাজার টাকা! পথ দেখাচ্ছে জয়নগরের এই গ্রামের বাসিন্দারা
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:SUMAN SAHA
Last Updated:
New Business Ideas: গ্রামেই তৈরি করছেন বিভিন্ন হাতের কাজ। লেদারের মানিব্যাগ-সহ বহু কিছু। এই ধরনের বিভিন্ন হাতের কাজ করে তারা মাসে ২০-২৫ হাজার টাকা আয় করছে।
জয়নগর: এমনিতেই কাজের বাজার মন্দা। সুন্দরবনের প্রত্যন্ত এলাকার ছেলেরা বিভিন্ন পরিযায়ী শ্রমিকের কাজ করতেন আবার কেউ কেউ বিভিন্ন কলকারখানায় শ্রমিকের কাজও করতেন। আজ বহু মানুষ কাজ হারিয়ে দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে। একদিকে করোনার কারণে লকডাউনের প্রভাবে প্রচুর কলকারখানা কাজ হারিয়েছেন বহু শ্রমিক। কাজ হারিয়ে নিজেদের সংসার সামাল দিতে এ বার নিজের গ্রামে নিজেরাই স্বাবলম্বী হয়ে হাতের কাজে আয় করছে গ্রামের ছেলেরা।
গ্রামের ছেলেরা একত্রিত হয়ে নিজেরাই বিভিন্ন কাজে নিয়োজিত হয়ে আয়ের দিশা দেখছে। এমনই চিত্র দেখা গেল জয়নগরের কাশিপুর কামারিয়া রাজাপুর করাবে হাচিমপুরে।
আরও পড়ুনঃ কনকনে শীতে বৃষ্টির সতর্কতা এই জেলায়, আরও কত নামবে বাংলার পারদ? এল আবহাওয়ার বড় আপডেট
এলাকার বাড়ির পুরুষরা এখন আর বাইরে যান না কাজের জন্য। গ্রামেই তৈরি করছেন বিভিন্ন হাতের কাজ। লেদারের মানিব্যাগ-সহ বহু কিছু। এই ধরনের বিভিন্ন হাতের কাজ করে তারা মাসে ২০-২৫ হাজার টাকা আয় করছেন।
advertisement
advertisement
এই ব্যবসায় কাঁচামালের খরচ যেহেতু খুব বেশি নয়, তাই পকেটে খুব চাপ পড়ার ব্যাপার নেই। ব্যাগ তৈরি করে তা নিজেই বিক্রি করতে পারলে লাভ সেক্ষেত্রে অনেকটা বেশি। তাই এলাকার বাইরে গিয়ে বড়-ছোট, চাকরির নিশ্চয়তা নিয়ে প্রশ্নচিহ্ন কর্মীদের মনে মাথায়। তার উপর অধিকাংশ ক্ষেত্রেই বেতন কাঠামোও খুব ভাল নয়। তার ওপরে অফিসে কাজের নির্দিষ্ট সময় বলে কিছু নেই। ৮ ঘণ্টার ডিউটি খাতায় কলমে থাকলেও অতিরিক্ত সময় থেকে যেতে হয় অধিকাংশ পেশায়। তাই অনেকেই এখন ব্যবসার দিকে ঝুঁকছেন। লোন নিয়ে অনেকেই শুরু করছেন এই ব্যবসা।
advertisement
সুমন সাহা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 28, 2024 9:45 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Business Ideas: প্রায় কোনও পুঁজিই লাগবে না, মাসে আয় ২০-২৫ হাজার টাকা! পথ দেখাচ্ছে জয়নগরের এই গ্রামের বাসিন্দারা