Network18 Media & Investments: নিউজ ব্রডকাস্টিং এবং ডিজিটাল অপারেশনে যুগান্তকারী সাফল্য, মুনাফা বাড়ল নেটওয়ার্ক ১৮ মিডিয়া অ্যান্ড ইনভেস্টমেন্টস-এর
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Network18 Media & Investments: কোম্পানি ২০২১-২২ অর্থবর্ষে তিনটি বিভাগে সবচেয়ে ভাল আর্থিক ফল করেছে। সেই তিনটি বিভাগ হল- টিভি খবর, বিনোদন এবং ডিজিটাল খবর।
#নয়াদিল্লি: মুনাফা বাড়ল নেটওয়ার্ক ১৮ মিডিয়া অ্যান্ড ইনভেস্টমেন্টস-এর (Network18 Media & Investments)। সংস্থাটি ৩ মে জানিয়েছে যে মার্চে মাপ্ত চতুর্থ ত্রৈমাসিকে (Quarter) তাদের মোট নিট মুনাফা বছরে ৫৮.১ শতাংশ বেড়েছে, মোট মুনাফার (Profit) পরিমাণ ৬১.৬ কোটি টাকা। সামগ্রিক আর্থিক বছরে মিডিয়া সংস্থাটির মোট বৃদ্ধির হার ১৪.৬ শতাংশ। এই রাজস্ব বৃদ্ধির পেছনে ছিল খবর সম্প্রচার (News Broadcasting) এবং ডিজিটাল অপারেশনে (Digital Operations) যুগান্তকারী সাফল্য। যা আবার বিজ্ঞাপন (Advertisement) থেকে আসা আয় বৃদ্ধির পাশাপাশি ইউজারের সংখ্যা বৃদ্ধির দ্বারা জোরদার হয়েছিল।
নেটওয়ার্ক ১৮ মিডিয়া অ্যান্ড ইনভেস্টমেন্টস-এর চেয়ারম্যান আদিল জয়নুলভাই (Adil Zainulbhai) এক বিবৃতিতে বলেছেন, "আর্থিক পারফরম্যান্স কয়েক বছর আগে নতুন ব্যবসায় বিনিয়োগের বিষয়ে আমাদের সিদ্ধান্তকেই সঠিক প্রমাণ করেছে, যা ইতিবাচক ফলাফল দেখাতে শুরু করেছে।" জয়নুলভাই আরও বলেন, "আমাদের টেলিভিশন সম্প্রচারকে শক্তিশালী করার সঙ্গে সঙ্গে ডিজিটাল মিডিয়াতেও শীর্ষস্থানে যাওয়ার জন্য লক্ষ্য নিয়েছি আমরা।"
advertisement
advertisement
কোম্পানি ২০২১-২২ অর্থবর্ষে তিনটি বিভাগে সবচেয়ে ভাল আর্থিক ফল করেছে। সেই তিনটি বিভাগ হল- টিভি খবর, বিনোদন এবং ডিজিটাল খবর। নেটওয়ার্ক ১৮ মিডিয়া জানিয়েছে, ডিজিটাল খবরের সেগমেন্টটি হাইলাইট হিসাবে এসেছে। কারণ এটি ২০২১-২২ অর্থবর্ষে লাভজনক হয়েছে। সংস্থার সামগ্রিক মার্জিনের কাছাকাছি মার্জিন সরবরাহ করেছে, যা এক বছর আগের তুলনায় বেশ গুরুতর পরিবর্তন সূচিত করে। নেটওয়ার্ক ১৮ অবশ্য বলেছে যে এমনিতেই মুদ্রাস্ফীতির হার বেশি (High Inflation), রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia-Ukraine Conflict) কারণে সেটি আরও খারাপ হয়েছে, যা উপভোক্তা চাহিদা, বিজ্ঞাপন ব্যয়ের উপর বিরূপ প্রভাব ফেলেছে।
advertisement
সম্প্রচার (News Broadcasting): মার্চে শেষ প্রান্তিকে সম্প্রচার ব্যবসাতে খুব ভাল বৃদ্ধি হয়েছে। অপারেটিং রেভেনিউ ১০ শতাংশ বেড়ে ৩৪৬ কোটি টাকা হয়েছে।
বিনোদন (Entertainment): বিনোদন বিভাগেও বৃদ্ধি চোখে পড়ার মতো। অপারেটিং রেভেনিউ ১১ শতাংশ বেড়ে ১ হাজার ১৫০ কোটি টাকা হয়েছে।
advertisement
ডিজিটাল খবর (Digital News): চতুর্থ ত্রৈমাসিকের মধ্যে নেটওয়ার্ক ১৮ মিডিয়ার ডিজিটাল সংবাদ ব্যবসা ছিল দারুন। কারণ অপারেটিং রেভেনিউ বছরে ৩২ শতাংশ বেড়ে ৮০ কোটি টাকা হয়েছে এবং অপারেটিং মুনাফা মার্চ থেকে ত্রৈমাসিকে ৭৭ শতাংশ বেড়েছে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 04, 2022 10:44 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Network18 Media & Investments: নিউজ ব্রডকাস্টিং এবং ডিজিটাল অপারেশনে যুগান্তকারী সাফল্য, মুনাফা বাড়ল নেটওয়ার্ক ১৮ মিডিয়া অ্যান্ড ইনভেস্টমেন্টস-এর