7th Pay Commission: কেন্দ্রের বড় পরিকল্পনা! Modi সরকারের কর্মীদের DA Hike নিয়ে বিশাল আপডেট

Last Updated:

7th Pay Commission: সেপ্টেম্বরেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা হতে পারে

প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
#নয়াদিল্লি: গুজরাত, মধপ্রদেশ, ছত্তীসগড় ও ত্রিপুরা-সহ বেশ কিছু রাজ্যে কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়ে গিয়েছে ৷ কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি ৷ আশা করা হচ্ছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই সরকারি ভাবে ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত করা হবে ৷
যদি কেন্দ্রের পক্ষ থেকে এই নিয়ে কোনও সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি ৷ বিগত দিনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরি সংসদে বিবৃতি দিয়ে জানিয়েছিলেন বর্তমানে কোনও ভাবেই আষ্টম বেতন কমিশন কার্যকর করার পরিকল্পনা নেই ৷ সপ্তম বেতন কমিশনের অন্তর্গত (7th Pay Commission) কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা শেষবার মার্চ ২০২২-এ বৃদ্ধি পেয়েছিল ৩ শতাংশ হারে ৷ ৩১ শতাংশ থেকে বেড়ে মহার্ঘ ভাতা হয়েছিল ৩৪ শতাংশ ৷
advertisement
সেই বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর হয়েছিল ১ জানুয়ারি ২০২২ থেকেই ৷ ২ মাসের এরিয়ারের সঙ্গে বর্ধিত টাকা মার্চের বেতনের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীরা পেয়েছিলেন ৷ নিয়মানুযায়ী প্রতি ৬ মাস ছাড়া কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করা হয়ে থাকে ৷
advertisement
মোদি সরকারের কর্মীদের ডিএ (Dearness Allowance) ঠিক কতখানি বৃদ্ধি হবে, এর জন্য AICPI-IW (All India Consumer Price Index- Industrial Worker) এর সূচকের মাধ্যমেই নির্ধারিত হয়ে থাকে ৷ AICPI-IW পক্ষ থেকে প্রথম ৬ মাসের গড় প্রকাশ করা হয়েছে ৷ যেখানে ১২৯.২-এ পৌঁছেছে সূচক ৷ এই সূচক এতটাই বৃদ্ধি পেয়েছে যে ধরে নেওয়া হচ্ছে ৪ শতাংশ ডিএ বৃদ্ধি পাবে ৷ মোদি সরকারের কর্মীদের যদি ৪ শতাংশ ডিএ বৃদ্ধি পায় সেক্ষেত্রে মহার্ঘ ভাতা মোট দাঁড়াবে ৩৮ শতাংশে ৷
advertisement
কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ যদি ৪ শতাংশ বৃদ্ধি পায় সেক্ষেত্রে যাঁদের সর্বাধিক ও সর্বনিম্ন বেতন তাঁদের বেতন ঠিক কোন জায়গায় দাঁড়াবে তা বুঝতে পারা যাচ্ছে ৷
কর্মচারীদের বেসিক বেতন ৫৬,৯০০ টাকা, নতুন মহার্ঘ ভাতা ৩৮ শতাংশ অর্থাৎ ২১,৬২২ টাকা, এর আগের মহার্ঘ ভাতা ৩৪ শতাংশ ১৯,৩৪৬ টাকা প্রতি মাসে ৷
advertisement
কর্মচারীদের বেসিক বেতন ৫৬,৯০০ টাকা, নতুন মহার্ঘ ভাতা ৩৮ শতাংশ অর্থাৎ ২১,৬২২ টাকা, এর আগের মহার্ঘ ভাতা ৩৪ শতাংশ ১৯,৩৪৬ টাকা প্রতি মাসে ৷
আরও পড়ুন:  7th Pay Commission: পুজোর আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের পকেট গরম! এরিয়ার-সহ DA বৃদ্ধির মোটা টাকা
যে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেসিক স্যালারি ন্যূনতম ১৮,০০০ টাকা, নতুন মহার্ঘ ভাতা ৩৮ শতাংশ অর্থাৎ ৬,৮৪০ টাকা, এর আগের মহার্ঘ ভাতা ৩৪ শতাংশ ৬,১২০ টাকা প্রতি মাসে ৷
advertisement
আরও পড়ুন:  Venus Transit 2022: সূর্য-শুক্রর বিরাট খেলা! ৩১ অগাস্ট থেকে ১৫ দিন সাবধানে থাকুন! পাঁচ রাশির জীবন যন্ত্রণায় ভরবে!
ঠিক কতখানি মহার্ঘ ভাতা বাড়ছে ৬,৮৪০-৬,১২০ টাকা = ৭২০ টাকা বাড়ছে ৷ বার্ষিক ডিএ বৃদ্ধি পাচ্ছে ৭২০ টাকাX১২= ৮,৬৪০ টাকা ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
7th Pay Commission: কেন্দ্রের বড় পরিকল্পনা! Modi সরকারের কর্মীদের DA Hike নিয়ে বিশাল আপডেট
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement