Venus Transit 2022: সূর্য-শুক্রর বিরাট খেলা! ৩১ অগাস্ট থেকে ১৫ দিন সাবধানে থাকুন! পাঁচ রাশির জীবন যন্ত্রণায় ভরবে!

Last Updated:

Venus Transit 2022: শুক্র ও সূর্য একই রাশিতে ফলে পাঁচ রাশির জাতক-জাতিকারদের জীবনে ব্যাপক তোলপাড়

প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
#কলকাতা: সিংহ রাশির স্বামী হল সূর্য ৷ এই সময়ে নিজের রাশিতে সূর্যের অবস্থান ৷ এরই মধ্যেই শুক্রও ৩১ অগাস্ট ২০২২-এ সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে ৷ এরফলে সিংহ রাশিতে সূর্য ও শুক্রের মিলন হবে ৷ শুক্র সিংহ রাশিতে ২৩ দিন থাকবে অর্থাৎ ৩১ অগাস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি রাশিতেই কম বেশি প্রভাব ফেলবে ৷ এরফলে পাঁচ রাশির জাতিক-জাতিকাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে ৷ সূর্য-শুক্রের য়ুতি কোন রাশির সমস্যা বৃদ্ধি করবে একনজরে জেনে নেওয়া যাক ৷
মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য সূর্য-শুক্রে য়ুতি কেরিয়ার ও আর্থিক পরিস্থিতিতে সমস্যা সৃষ্টি করবে ৷ বাড়বে খরচ ৷ কর্মক্ষেত্রে কেবলই তিরস্কারের সম্মুখীন হতে হবে ৷ কর্মক্ষেত্রে উন্নতি হবেনা বলেই সমস্যার সৃষ্টি হবে জীবনে ৷ ছোট ভাই বা বোন আর্থিক সাহায্য চাইতে পারেন ৷ তাঁদের সাহায্য করার চেষ্টা না করলে আত্মীয় স্বজনও খারাপ মনে করবেন ৷
advertisement
কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য সূর্য-শুক্রের য়ুতি চাপের সৃষ্টি করবে বৃদ্ধি করবে চাপ ৷ বাজেট অনুযায়ী চলতে হবে ৷ গলা সংক্রান্ত সমস্যা হতে পারে ৷ শরীরের খেয়াল রাখুন ৷
advertisement
আরও পড়ুন: Lucky Girl For Father: বাবার ভাগ্য গড়ে দেয় এই বৈশিষ্ট্য সম্পন্ন মেয়েরা, সমাজে পরিবারের মাথা উঁচু করে
কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য আগামী ১৫ দিন অত্যন্ত সাবধানে চলতে হবে ৷ বিনিয়োগ না করাই উচিৎ ক্ষতি হতে পারে ৷ অকরাণে খরচ নানান ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে ৷ বেশ কিছু বিষয় আছে যা খুব ভেবেচিন্তে সামলাতে হবে ৷ প্রেমের জীবনে উথাল পাথাল হতে পারে ৷
advertisement
আরও পড়ুন: বুধের রাশি পরিবর্তনে তুলকালাম! চাকরি থেকে ব্যবসায় ব্যাপক প্রভাব, খারাপ সময় মাথার উপরে বনবন করে ঘুরছে
মকর রাশির জাতক-জাতিকাদের জন্য জীবনের বেশ কিছু ক্ষেত্রে প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে ৷ পরিশ্রম করেও উপযুক্ত ফল পাওয়া যাবেনা ৷ তবে ধৈর্য হারালে হবেনা ৷ বেশ কয়েকটি খারাপ খবর বিচলিত করতে পারে ৷ তাই সাহস হরালে চলবেনা ৷ বিরোধীরা সক্রিয় থাকবে, সেই দিকে খেয়াল রাখতে হবে ৷
advertisement
মীন রাশির জাতক-জাতিকাদের জন্য সূর্য ও শুক্রের য়ুতি কেরিয়ারে মুশকিল আনতে চলেছে ৷ কেরিয়ার সংক্রান্ত বেশ কিছু সমস্যা এই সময়ে না নেওয়াই ভাল ৷ সমস্ত কাজে সমস্যা আসতে পারে ৷ বিবাহিতদের শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক বিগড়াতে পারে ৷
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা কোনও প্রকারের বাধ্য বা অনুরোধ করেনা ৷ তাই ব্যবহারিক প্রয়োগের আগে অবশ্যই বিচার বুদ্ধি দিয়ে আলোচনা করুন ৷ প্রতীকী ছবি ৷
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Venus Transit 2022: সূর্য-শুক্রর বিরাট খেলা! ৩১ অগাস্ট থেকে ১৫ দিন সাবধানে থাকুন! পাঁচ রাশির জীবন যন্ত্রণায় ভরবে!
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement