৯৪ টাকার শেয়ার বিনিয়োগকারীকে রিটার্ন দিল ২১.৭ লাখ টাকা; আপনার কাছে এটি আছে কি?
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Multibagger Stock 2021: এদের শেয়ারের গ্রাফ ৩০ শতাংশ বেড়ে ক্রমশ ঊর্ধ্বমুখী হয়ে চলেছে।
#নয়াদিল্লি: শেয়ার বাজারের বিনিয়োগকারীদের জন্য সুখবর। কেপিআইটি টেকনোলজিস লিমিটেডের (KPIT Technologies Limited) ৯৪ টাকার শেয়ার এক বছরেই হয়ে গেল ৪১০ টাকা। এই কোম্পানির শেয়ার বিগত এক বছর ধরে বিনিয়োগকারীদের ৩০০ গুণ বেশি রিটার্ন দিয়েছে। যারা এই কোম্পানির শেয়ারে নিজেদের টাকা বিনিয়োগ করেছে, তারা পেয়েছে মোটা রিটার্ন। এই কোম্পানির শেয়ারের গ্রাফ এমনিতেই যখন ঊর্ধ্বমুখী, তার মধ্যেই এল আরও একটি সুখবর। এদের শেয়ার ১০ শতাংশ বেড়ে পৌঁছে গিয়েছে ৪১০.৪৫ টাকায়, এক বছর আগেও যার মুল্য ছিল ৯৪ টাকা। এর ফলে এই কোম্পানির শেয়ার সৃষ্টি করেছে রেকর্ড।
কেপিআইটি টেকনোলজিস লিমিটেডের শেয়ার বিগত সাত দিনে দ্রুত গতিতে বেড়েছে। এদের শেয়ারের গ্রাফ ৩০ শতাংশ বেড়ে ক্রমশ ঊর্ধ্বমুখী হয়ে চলেছে। এক বছরেই এদের শেয়ার ৯৪.৫ টাকা থেকে পৌঁছে গিয়েছে ৪১০.৪৫ টাকায়। এক বছরে এদের শেয়ারের পরিমাণ প্রায় ৩৩৪ টাকা বেড়েছে। যারা এখানে বিনিয়োগ করেছে তারা পেয়েছে মোটা রিটার্ন। কেপিআইটি টেকনোলজিস লিমিটেডের শেয়ারে এক বছর আগে বিনিয়োগ করা ৫ লাখ টাকা এখন বেড়ে হয়েছে ২১.৭ লাখ টাকা। এই বছরের প্রথমেই এর শেয়ার ১৮২ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছিল। ২০২১ সালের সেপ্টেম্বর মাসেই কেপিআইটি টেকনোলজিস লিমিটেডের ৬৫ কোটি টাকার লাভ হয়েছে। আগের বছরে যার পরিমাণ ছিল ২৭.৮ কোটি টাকা। এই কোম্পানির মূল রাজস্বের পরিমাণ ২২ শতাংশ বেড়ে ৫৯০.৮৭ কোটি টাকা হয়েছে।
advertisement
advertisement
ব্রোকারেজ ফার্মের তরফে আশা করা হচ্ছে যে কেপিআইটি টেকনোলজিস লিমিটেডের শেয়ার আর্থিক বর্ষ ২৩-এ ১৭.৮ শতাংশ বৃদ্ধি পাবে। যা আর্থিক বর্ষ ২০-তে ছিল ১৩.৭ শতাংশ, আর্থিক বর্ষ ২১-এ ছিল ১৫.২ শতাংশ এবং আর্থিক বর্ষ ২২-এ হয়েছে ১৭.৫ শতাংশ। কোম্পানির শেয়ারের ধারাবাহিক বৃদ্ধির জন্য তা এক উচ্চসীমায় পৌঁছে গিয়েছে। কেপিআইটি টেকনোলজিস লিমিটেডের শেয়ারে যারা বিনিয়োগ করেছে তাদের জন্য এটি বিশাল সুখবর। ভালো রিটার্ন পাওয়ার জন্য শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে সেই কোম্পানি সম্পর্কে ভালো করে জেনে নেওয়া দরকার। বিগত বছরগুলোতে সেই কোম্পানির শেয়ার কমন রিটার্ন দিয়েছে, কত শতাংশ হারে তা বৃদ্ধি পেয়েছে ইত্যাদি সব কিছু জেনে তার পরেই বিনিয়োগ করা দরকার। বেশি লাভের আশায় না জেনে কোথাও বিনিয়োগ করলে নিজেদেরই লোকসানের সম্ভাবনা থেকে। শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে একটি বিষয় ভালো মতো জেনে নেওয়া দরকার যে এর বাজার সব সময় ওঠানামা করে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 12, 2021 8:13 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
৯৪ টাকার শেয়ার বিনিয়োগকারীকে রিটার্ন দিল ২১.৭ লাখ টাকা; আপনার কাছে এটি আছে কি?